অনুমোদনহীন ইলেক্ট্রোলাইট পানীয় বিক্রির অভিযোগে ৭ কোম্পানির মালিকের বিরুদ্ধে মামলা
সরকারি অনুমোদন ছাড়াই পাঁচ ধরনের ইলেক্ট্রোলাইট পানীয় বিক্রির অভিযোগে সাতটি কোম্পানির মালিকের বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
এসব পানীয় নিষিদ্ধ চেয়ে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পরিদর্শক মোহাম্মদ কামরুল হাসান মঙ্গলবার (১৪ মে) বিশুদ্ধ খাদ্য আদালতে মামলাটি করেন।
পানীয়গুলো হলো একমি ও এসএমসি-এর এসএমসি প্লাস, প্রাণ-এর অ্যাক্টিভ, ব্রুভানা বেভারেজ লিমিটেড-এর ব্রুভানা, দেশবন্ধু ও আগামী'র রিচার্জ এবং আকিজ-এর টার্বো।
কামরুল হাসান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'এ পানীয়গুলোর কোনোটিই অনুমোদিত নয়। ওষুধ প্রশাসন অধিদপ্তরও এসব পানীয়ের অনুমোদন দেয়নি।'
'নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর অধীনে মামলাটি দায়ের করা হয়েছে। মালিকদের ৬ এবং ৯ জুন আদালতে হাজির হওয়ার জন্য তলব করা হয়েছে,' তিনি আরও জানান।
প্রাণ-আরএফএল গ্রুপের সহকারী মহাব্যবস্থাপক (জনসংযোগ) তৌহিদুজ্জামান টিবিএসকে বলেন, 'আমরা মিডিয়ার মাধ্যমে মামলার বিষয়টি জানতে পেরেছি। আমরা এখনও মামলার কপি পাইনি। কপি পেলে আমরা সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেব।'