দক্ষিণ কোরিয়ায় স্বাস্থ্যকর্মীদের সম্মানে ড্রোন লাইট শো
মহামারি কোভিড-১৯ এসে সারাবিশ্বের মানুষকে এক কঠিন পরীক্ষার মুখে ফেলে দিয়েছে। আর মাঝেই লড়াই করে যাচ্ছেন চিকিৎসক, নার্সসহ স্বাস্থ্যকর্মীরা। তাই তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে এক অভিনব আয়োজন করল দক্ষিণ কোরিয়া।
গত ৪ জুলাই রাজধানী সিউলে হান নদীর উপর ৩০০'র বেশি ড্রোণ দিয়ে আকাশে লাইট শো বা আলোকসজ্জা করা হয়েছে। আয়োজনটি করেছে দেশটির ভূমি, অবকাঠামো ও যোগাযোগ মন্ত্রণালয়।
সেই লাইট শোতে দেখা যাচ্ছে জোড় হাতে কৃতজ্ঞতা জানানো হচ্ছে স্বাস্থ্যকর্মীদের প্রতি। এছাড়া হাত ধোয়ার প্রক্রিয়া, মাস্ক ও নিরাপত্তা সরঞ্জাম পরিহিত অবয়ব এসব কিছুও ছিল সচেতনতা তৈরি করতে।
আর সবশেষে ছিল একটা হৃদয় আঁকা আর তার পাশে লেখা 'আপনাদের ধন্যবাদ'।
তবে মজার ব্যাপার হলো- এই লাইট শোয়ের ব্যাপারে সিউলবাসীকে কিছু জানানো হয়নি। যাতে করে সামাজিক দূরত্ব বজায় থাকে, লোক জড়ো না হয়। অর্থাৎ পুরো ব্যাপারটাই ছিল সিউলবাসীর জন্য অবাক করে দেওয়ার মতো।
প্রায় ১০ মিনিট ধরে চলা এই আলোর 'ফ্ল্যাশ মব' শুধু কৃতজ্ঞতা জানাতেই নয়, ছিল সিউলবাসীকে অনুপ্রেরণা দিতে, সচেতনতা তৈরি করতে।