পাহাড়ের গায়ে বিড়ালের ২ হাজার বছরের পুরনো ছবি আবিষ্কার
পেরুর দক্ষিণাঞ্চলের এক শুষ্ক পাহাড়ের গায়ে ২ হাজার বছরেরও বেশিকাল আগে আঁকা এক অতিকায় বিড়ালের ছবি আবিষ্কার করেছেন প্রত্নতাত্ত্বিকরা। দেশটির সংস্কৃতি মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
রাজধানী লিমা থেকে ২৫০ মাইল দূরের এক মালভূমিতে প্রাচীন যুগের ১২১ ফুট দীর্ঘ এই ছবি আবিষ্কৃত হয়।
পর্যটন এলাকা হিসেবে ওই অঞ্চলের সংস্কার করতে গিয়ে ওই ছবি নজরে পড়ে প্রত্নতাত্ত্বিকদের। 'ছবিটি এমনিতে চোখে পড়ে না বললেই চলে। তাছাড়া একেবারেই নির্জন ওই এলাকায় থাকার ফলে এবং প্রাকৃতিকভাবে ক্ষয়ে যাওয়ার কারণে এটি এতদিন কেউ খেয়াল করেনি,' জানানো হয় মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে।
আরও জানানো হয়, এটি খ্রিস্টপূর্ব ২০০ থেকে ১০০ সালের মধ্যে আঁকা শিল্পকর্ম।
- সূত্র: সিএনএন