চ্যারিটি শপে পাওয়া দ্য হবিট-এর প্রথম সংস্করণ বিক্রি হলো ১০ হাজার পাউন্ডে
স্কটল্যান্ডের ডান্ডির একটি দোকানে অনুদানের মধ্যে পাওয়া দ্য হবিট-এর একটি বিরল সংস্করণ বিক্রি করে ১০ হাজার পাউন্ড আয় করেছে একটি দাতব্য সংস্থা। খবর বিবিসি'র।
দাতব্য সংস্থা ক্যানসার রিসার্চ ইউকে জানিয়েছে, চিরায়ত ফ্যান্টাসি ঘরানার এ উপন্যাসের প্রথম সংস্করণের একটি কপি তাদের সুপারস্টোরের একটি কক্ষে পাওয়া গিয়েছিল।
১৯৩৭ সালে এ সংস্করণটির মোট দেড় হাজার কপি ছাপা হয়েছিল। তারই একটি বিক্রি হওয়া বইটি। ওই সংস্করণের বইগুলোতে লেখক জে আর আর টলকিনের আঁকা সাদাকালো অলংকরণও রয়েছে।
দাতব্য সংস্থাটি জানিয়েছে, গত বছর উপন্যাসটি ইবেতে ১০ হাজার ৯৯ পাউন্ডে বিক্রি হয়েছিল।
ক্যান্সার রিসার্চ ইউকে-এর ওই দোকানের ম্যানেজার অ্যাডাম কার্সলি বিলবো ব্যাগিন্সের অ্যাডভেঞ্চার নিয়ে লেখা শিশুতোষ এ বইটি প্রথম খুঁজে পান।
তিনি জানান, বইটির পরিস্থিতি দেখে তিনি প্রথমে ভেবেছিলেন, যতই অধরা হোক না কেন, এ বই কোনোভাবেই কেউ কিনবে না।
ডান্ডির ওই সুপারস্টোরে কার্সলি কর্মীদের প্রশিক্ষণ ও দোকানের জিনিসপত্র গোছানোর কাজে সাহায্য করছিলেন। দোকানের পেছনের অংশে একটা ঘরে আরও অনেক জিনিসের মধ্যে বইটি খুঁজে পান তিনি।
তিনি বলেন, 'এটি প্রথম সংস্করণ কি না তা দেখতে প্রথম পৃষ্ঠাটি খুলি। ভেবেছিলাম সেরকম হলে এটি আমাদের ইবে টিমের কাছে পাঠানো যেতে পারে।'
'আমি ভেবেছিলাম কপাল ভালো থাকলে সর্বোচ্চ ৫০০ পাউন্ড পর্যন্ত পাব। তাই কয়েক মাস পরে যখন শুনলাম যে এটি ১০ হাজার পাউন্ডের বেশি বিক্রি হয়েছে তখন আমি বিশ্বাসই করতে পারিনি,' বলেন তিনি।
২০১৫ সালে টলকিনের হাতে এলভিশ ভাষায় লেখা উৎসর্গসহ দ্য হবিট-এর প্রথম সংস্করণের একটি কপি লন্ডনে নিলামে এক লাখ ৩৭ হাজার পাউন্ডে বিক্রি হয়েছিল।
এর আগে ২০১৮ সালে দ্য হবিট-এর প্রাথমিক সংস্করণের একটি কপি ৬০ হাজার পাউন্ডে বিক্রি হয়।