সোশ্যাল মিডিয়া ‘নিষিদ্ধের’ প্রতিবাদে অস্ট্রেলিয়ান সিনেটরের জেন-জি ভাষায় বক্তৃতা; শেষ করলেন ‘স্কিবিডি’ বলে
সংসদে জেন-জি ভাষায় বক্তৃতা দিয়ে আলোচনায় এসেছেন ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার স্বতন্ত্র সিনেটর ফাতেমা পায়মান।
ফাতেমা সরকারের প্রস্তাবিত শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যমের নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বলেন, তরুণ অস্ট্রেলিয়ানদের পার্লামেন্টে তাদের কণ্ঠস্বর যথাযথভাবে তুলে ধরা হয় না।
তিনি অস্ট্রেলিয়ার তরুণদের 'সিগমা' সম্বোধন করে বলেন, "এই গুফি আহ সরকার মিথ্যা বলছে, বিশেষ করে যখন তারা 'ফ্যানাম ট্যাক্স' বাতিল করার কথা বলেছিল।"
"তারা কেপাহোলিকস এবং ইয়াপাহোলিকস," যোগ করেন তিনি।
২৯ বছর বয়সি ফাতেমা এই বক্তৃতায় তার সিনিয়র রাজনীতিবিদদের নয়, বরং পার্লামেন্টের বাইরে থাকা জেনারেশন জেড এবং আলফাদের উদ্দেশ্য করেই কথাগুলো বলেছেন।
এখানে 'গুফি আহ' মানে বোকা এবং 'কেপাহোলিকস' হল যারা অবাস্তব কথা বলে এবং 'ইয়াপাহোলিকস' তারা যাদের থামানো যায় না।
বক্তৃতার শেষে তরুণদের উদ্দেশ্যে ফাতেমা আরও বলেন, "যদিও এখনো ভোট দিতে পারেন না, আমি আশা করি যখন আপনি ভোট দেবেন, তখন এটি একটি আরও 'গোটেড' অস্ট্রেলিয়া হবে— একটি সরকার যা বর্তমানে থেকে অনেক বেশি কুল। স্কিবিডি।"
ফাতেমা তার বক্তৃতা টিকটকে শেয়ার করার পর থেকে তরুণ-তরুণীরা মন্তব্য করে তাদের অনুভূতি প্রকাশ করতে থাকে। অনেকেই বলেছেন, তারা অবশেষে পার্লামেন্টের বক্তৃতা বুঝতে পেরেছেন।
একজন ব্যবহারকারী লিখেছেন, "ওএমজি, আমি অবশেষে পার্লামেন্টের কাউকে বুঝতে পারলাম।"
আরেকজন মন্তব্য করেছেন, "বাস্তবের রাজনীতি থেকে এই কথাগুলো বেশি বুঝতে পারছি।"
তবে, কিছু মানুষের মতে বক্তৃতাটি অস্বস্তিকর ছিল। একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী মন্তব্য করেছেন, "গুরুতরভাবে বিরক্তিকর"।
আরেকজন মন্তব্য করেছেন, "মনোযোগ আকর্ষণের জন্য উন্মুখ হয়ে আছেন তিনি।"
উল্লেখ্য, অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী গত মঙ্গলবার শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ওপর বিধিনিষেধ আরোপের পরিকল্পনার ঘোষণা দিয়েছেন। এই পদক্ষেপটি তাদের মানসিক স্বাস্থ্য রক্ষার উদ্দেশ্যে।
অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন