আর্থিক প্রণোদনা পেতে রপ্তানিতে জালিয়াতি | The Business Standard
Skip to main content
  • মূলপাতা
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • চাকরি
  • অন্যান্য
  • English
The Business Standard বাংলা
tbs
WEDNESDAY, JANUARY 27, 2021
WEDNESDAY, JANUARY 27, 2021
  • মূলপাতা
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • চাকরি
  • অন্যান্য
  • English
আর্থিক প্রণোদনা পেতে রপ্তানিতে জালিয়াতি

অর্থনীতি

শাহাদাৎ হোসেন চৌধুরী
13 January, 2021, 06:50 pm
Last modified: 13 January, 2021, 06:55 pm

Related News

  • চট্টগ্রাম কাস্টম হাউসে চার মাসে রাজস্ব ঘাটতি ৫৮৫৯ কোটি টাকা
  • ইলেকট্রনিক পণ্যের ঘোষণায় দুবাই থেকে এলো গুঁড়ো দুধ
  • ৩৬ টনের ঘোষণায় এলো ৫৬ টন সুপারি, শুল্ক ফাঁকির চেষ্টা
  • থাকার কথা কোটেড শিট, এসেছে টাইলস!
  • সংক্রমণ প্রতিরোধে চট্টগ্রাম কাস্টম হাউসে চালু হলো টোকেন সিস্টেম

আর্থিক প্রণোদনা পেতে রপ্তানিতে জালিয়াতি

১৫ দিনের ব্যবধানে চট্টগ্রাম বন্দর দিয়ে রপ্তানির সময় সবজি ও খাদ্য সামগ্রীর দুটি চালানে এমন জালিয়াতির প্রমান পেয়েছে চট্টগ্রাম কাস্টম কর্তৃপক্ষ। এর সাথে বিদেশে মুদ্রা পাচার, কালো টাকা সাদা করার অপচেষ্টা আছে বলে ধারণা করছে চট্টগ্রাম কাস্টমস।
শাহাদাৎ হোসেন চৌধুরী
13 January, 2021, 06:50 pm
Last modified: 13 January, 2021, 06:55 pm

রপ্তানি খাতকে উৎসাহিত করতে সরকার প্রণোদনা দিচ্ছে। আর সেই আর্থিক প্রণোদনা হাতিয়ে নিতে বিদেশে পণ্য রপ্তানি না করেই রপ্তানি দেখিয়ে প্রণোদনা নেওয়ার ঘটনা বাড়ছে। রপ্তানি পণ্য জাহাজীকরণের আগে স্ক্যানিং না হওয়া এবং কায়িক পরীক্ষা কম হওয়ার সুযোগে মিথ্যা ঘোষণা দিয়ে অতিরিক্ত পণ্যের কাগজ দেখিয়ে প্রণোদনা নেওয়ার অভিযোগ উঠেছে রপ্তানিকারকদের বিরুদ্ধে।

১৫ দিনের ব্যবধানে চট্টগ্রাম বন্দর দিয়ে রপ্তানির সময় সবজি ও খাদ্য সামগ্রীর দুটি চালানে এমন জালিয়াতির প্রমান পেয়েছে চট্টগ্রাম কাস্টম কর্তৃপক্ষ। এর সাথে বিদেশে মুদ্রা পাচার, কালো টাকা সাদা করার অপচেষ্টা আছে বলে ধারণা করছে চট্টগ্রাম কাস্টমস।

এসব ঘটনায় রপ্তানিকারক, সিএন্ডএফ এজেন্ট এবং বেসরকারি কন্টেইনার ডিপোর (অফডক) কর্মচারী জড়িত বলে মনে করছে চট্টগ্রাম কাস্টম হাউস ও অফডক। 

সিলেটের রপ্তানিকারক প্রতিষ্ঠান ইউনিপেক্স ট্রেড কর্পোরেশন লিমিটেড   আমেরিকার নিউইয়র্কের ফাতিমা ব্রাদার্স ইনক এর কাছে ২৪,০৩২ ইউএস ডলার  মুল্যের ৮,০৯৮ কেজি ফ্রোজেন ভেজিটেবল রপ্তানি করছিলো। সাধারণত রপ্তানি পণ্য কায়িক পরীক্ষা করা না হলেও গোপন তথ্যের ভিত্তিতে গত ৭ জানুয়ারি চালানটির শতভাগ কায়িক পরীক্ষা করে চট্টগ্রাম কাস্টম হাউস। সেখানে ৮,০৯৮ কেজির স্থলে পাওয়া যায় ৪,৩২০ কেজি ফ্রাজেন ভেজিটেবল। এই চালানে ঘোষণা বহির্ভূত মিষ্টি এবং গুড় পাওয়া যায় ৩,৪৩৮ কেজি। এই চালানে ২০% হারে প্রায় ৪৮০৬ ডলার বা ৮৫ টাকা হারে ৪ লাখ ৮ হাজার ৫৪৪ টাকা প্রণোদনা নিতো এই কোম্পানিটি।

রপ্তানি খাতকে উৎসাহিত করতে সরকার বিভিন্ন রপ্তানি পণ্যে ৩৭ টি খাতে নগদ প্রণোদনা প্রদান করছে। এর মধ্যে কৃষিপণ্যের আওতায় শাকসবজি ও ফলমূল রপ্তানিতে সর্বোচ্চ ২০ শতাংশ প্রণোদনা রয়েছে।

১৮ ডিসেম্বর ২০২০ ঢাকার রপ্তানিকারক প্রতিষ্ঠান বাংলা ফুড এন্ড বেভারেজ লি ২২ টন খাদ্য সামগ্রী রপ্তানির ঘোষণা দিয়ে মাত্র ৫০০ কেজি (আধা টন) খাদ্য সামগ্রীর প্রমান পায়। ইস্টার্ন লজিষ্টিক নামক একটি বেসরকারি কন্টেইনার ডিপো থেকে পণ্যটি রপ্তানি হচ্ছিল। ইস্টার্ন লজিষ্টিক এর  বিরুদ্ধে ব্যবস্থা নিতে কাস্টমস এর জেনারেল বন্ড শাখাকে নির্দেশনা দিয়েছে চট্টগ্রাম কাস্টম হাউস।

এই ঘটনার পর বাংলা ফুড এন্ড বেভারেজ লি: এর ইতোমধ্যে রপ্তানি হওয়া ২২ কোটি ৯৪ লাখ টাকার ৫২ টি রপ্তানির চালান খতিয়ে দেখছে কাস্টমস। এসব চালানে কি পরিমান রপ্তানি প্রনোদনা আত্মসাৎ করা হয়েছে এবং কোন মুদ্রা পাচারের ঘটনা ঘটেছে কিনা তা জানতে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা বিভাগে চিঠি দিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।
 
দেশের ১৯ টি বেসরকারি আইসিডি থেকে প্রায় শতভাগ রপ্তানি পণ্য সরাসরি বন্দরে জাহাজীকরণের জন্য চলে আসে। তাই এসব ঘটনায় আইসিডির সংশ্লিষ্টতা আছে বলে মনে করছে কাস্টম। তাই আগামী ১৩ জানুয়ারি বেসরকারী আইসিডি মালিক সংগঠন বিকডা নেতৃবৃন্দকে বৈঠকে ডেকেছে চট্টগ্রাম কাস্টমস । 

চট্টগ্রাম কাস্টম হাউসের অডিট ইনভেস্টিগেশন এন্ড রিসার্স (এআইআর) ইউনিটের সহকারী কমিশনার রেজাউল করিম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, পরপর দুটি ঘটনার প্রেক্ষিতে আমরা মনে করছি রপ্তানির আড়ালে অবৈধভাবে সরকারি প্রণোদনা গ্রহণ, কালো টাকা সাদা করা, মানি লন্ডারিং অপচেষ্টা করছে একটি সংঘবদ্ধ চোরাচালান চক্র। তারা দেশের গুরুত্বপূর্ণ রপ্তানি খাতকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা করেছে।  এ বিষয়ে আমরা আইসিডি গুলোতে নজরদারি বাড়িয়েছি। এ লক্ষে বাংলাদেশ ইনল্যান্ড কন্টেইনার ডিপোটস অ্যাসোসিয়েশনের (বিকড়া) সাথে ১৩ জানুয়ারি বৈঠক অনুষ্ঠিত হবে।
 
ইস্টার্ন লজিষ্টিক এর চেয়ারম্যান শাহ আলম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, একটি চক্র রপ্তানি প্রনোদনা আত্মসাৎ করতে বেসরকারী আইসিডিগুলোর কিছু অসৎ কর্মকর্তাকে হাতিয়ার হিসেবে  ব্যবহার করছে। জালিয়াতির এই ঘটনার সাথে জড়িত থাকার দায়ে আমার প্রতিষ্ঠানের এ্যসিসটেন্স ম্যানেজার (এক্সপোর্ট) নয়ন মিয়া এবং সুপারভাইজার সুজনকে চাকুরিচ্যুত করা হয়েছে।  রপ্তানিকারক, সিএন্ডএফ এজেন্ট এর মালিক এই চক্রের অন্যতম হোতা বলে আমি মনে করি। 

রপ্তানিকারক বাংলা ফুড এন্ড বেভারেজ লি: এর ব্যবস্থাপনা পরিচালক এস এম জাহাঙ্গীর হোসাইন বলেন, আমাদের প্রতিষ্ঠানের সুনাম ক্ষুন্ন এবং হয়রানির উদ্দেশ্যে একটি চক্র এ ধরনের ঘটনা ঘটিয়েছে। জালিয়াতি কিংবা প্রণোদনার অর্থ আত্মসাৎের কোন সংশ্লিষ্টতা আমাদের নেই।

সিএন্ডএফ এজেন্ট আর ইসলাম এজেন্সির প্রোপাইটর মো: রফিকুল ইসলাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, রপ্তানিকারকের দেওয়া তথ্য অনুযায়ী আমরা কাস্টম হাউসে বিল অব এক্সপোর্ট দাখিল করেছি। সিএন্ডএফ এজেন্ট হিসেবে এতে আমাদের কোন সংশ্লিষ্টতা নেই।

ইউনিপেক্স ট্রেড কর্পোরেশন লি: এর জেনারেল ম্যানেজার ইশতিয়াক আহমেদ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, আমরা পাটালি গুড়, মরিচা গুড এবং মিষ্টি একই এইচএস কোডে ফ্রোজেন ভেজিটেবল হিসেবে উল্লেখ করেছি। এতে আর্থিক প্রনোদনা আত্মসাৎ এবং মানি লন্ডারিং এর কোন সংশ্লিষ্টতা নেই। 

বিকডা'র সেক্রেটারি জেনারেল রুহুল আমিন শিকদার বলেন, রপ্তানি পণ্যের কার্টনে কী পণ্য আছে ডিপো কর্তৃপক্ষের দেখার অধিকার নেই। তবে ঘোষানার চেয়ে কম কার্টন থাকলে অবশ্যই ডিপো কর্তৃপক্ষের দায় রয়েছে। ডিপোর কিছু অসৎ কর্মকর্তার যোগসাজসে এসব ঘটনা ঘটছে। এসব বিষয়ে করণীয় নির্ধারণ করতে শীঘ্রই বিকডা আলোচনায় বসছে। 
 

Related Topics

টপ নিউজ

রপ্তানিতে জালিয়াতি / চট্টগ্রাম কাস্টম হাউজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • অমরজিৎ: আট বছর বয়সে বিশ্বের ‘সর্বকনিষ্ঠ সিরিয়াল কিলার’ 
  • দেশের শীর্ষ করদাতার ভূতুড়ে বাড়ি
  • উচ্চতা ২ ইঞ্চি বাড়াতে খরচ ৬৩ লাখ টাকা!
  • নগ্নতা ভালোবাসে যে জাতি
  • ব্যাংকে রেখে আপনি কি টাকা খোয়াচ্ছেন? 
  • কোচের নামই জানেন না সাকিব!

Related News

  • চট্টগ্রাম কাস্টম হাউসে চার মাসে রাজস্ব ঘাটতি ৫৮৫৯ কোটি টাকা
  • ইলেকট্রনিক পণ্যের ঘোষণায় দুবাই থেকে এলো গুঁড়ো দুধ
  • ৩৬ টনের ঘোষণায় এলো ৫৬ টন সুপারি, শুল্ক ফাঁকির চেষ্টা
  • থাকার কথা কোটেড শিট, এসেছে টাইলস!
  • সংক্রমণ প্রতিরোধে চট্টগ্রাম কাস্টম হাউসে চালু হলো টোকেন সিস্টেম

Most Read

1
অফবিট

অমরজিৎ: আট বছর বয়সে বিশ্বের ‘সর্বকনিষ্ঠ সিরিয়াল কিলার’ 

2
ফিচার

দেশের শীর্ষ করদাতার ভূতুড়ে বাড়ি

3
অফবিট

উচ্চতা ২ ইঞ্চি বাড়াতে খরচ ৬৩ লাখ টাকা!

4
ফিচার

নগ্নতা ভালোবাসে যে জাতি

5
অর্থনীতি

ব্যাংকে রেখে আপনি কি টাকা খোয়াচ্ছেন? 

6
খেলা

কোচের নামই জানেন না সাকিব!

The Business Standard
Top
  • মূলপাতা
  • অর্থনীতি

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]

Copyright © 2020 THE BUSINESS STANDARD All rights reserved. Technical Partner: RSI Lab