যেসব পণ্যের দাম বাড়ছে, কমছে
২০২০-২১ অর্থবছরের বাজেটের আকার ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকা।
মহামারি করোনাভাইরাসের মধ্যে বৃহস্পতিবার বিকেলে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জাতীয় সংসদে ২০২০-২১ অর্থবছরের জন্য বাজেট প্রস্তাব পেশ করেন। নতুন এই অর্থবছরের বাজেটের আকার ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকা।
যেসব পণ্যের দাম বাড়বে:
- মোবাইল ফোনে কথা বলা, এসএমএস দেওয়া এবং ডেটা ব্যবহারে খরচ বাড়বে।
- আগের চেয়ে ৫ শতাংশ মূসক বাড়ানোয় গাড়ি নিবন্ধনের খরচ বাড়বে।
- সব ধরণের প্রসাধন সামগ্রীর ওপর সম্পূরক শুল্ক আগের ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ করার প্রস্তাবে এসব পণ্যের দাম বাড়বে।
- আসবাবপত্রের বিপণন কেন্দ্রের ওপর আগের চেয়ে ২ শতাংশ মূসক বাড়ায় আসবাব সামগ্রীর দাম বাড়বে।
- চার্টাড বিমান ও হেলিকপ্টার ভাড়া বাড়তে পারে।
- আগের চেয়ে মূসক দ্বিগুণ করায় শীতাতাপ নিয়ন্ত্রিত লঞ্চের ভাড়া বাড়বে।
- সিগারেট ও বিড়ির দাম বাড়বে।
- পেঁয়াজের ওপর আমদানি শুল্ক আরোপের প্রস্তাব করায় নিত্যপ্রয়োজনীয় এই পণ্যটির দাম বাড়বে।
- সিরামিকের সিংক, বেসিন ইত্যাদির দাম বাড়বে।
যেসব পণ্যের দাম কমবে:
- করোনাভাইরাস মোকাবিলায় ব্যবহৃত কিট, পিপিই, মাস্ক, এ সংক্রান্ত ঔষধের আমদানি ও উৎপাদনে মূসক অব্যাহতি দেওয়ায় এসব পণ্যের দাম কমবে ।
- স্থানীয় শিল্পের কাঁচামালের ওপর আমদানি কমিয়ে দেওয়ায় স্থানীয়ভাবে তৈরি সব পণ্যের দাম কিছুটা কমতে পারে।
- স্যানিটারি ন্যাপকিন ও ডায়াপারের কাঁচামাল আমদানিতে রেয়াতি সুবিধা বাড়ানোয় এসব পণ্যের দাম কমতে পারে।
- ক্ষুদ্র কুটির শিল্পের কয়েকটি কাঁচামাল আমদানিতে রেয়াতি সুবিধা দেওয়ায় এসব পণ্যের দাম কমতে পারে।
- দেশে উৎপাদিত সরিষার তেলের দাম কমতে পারে।
- আলু দিয়ে তৈরি পটেটো ফ্ল্যাক্সের দাম কমবে।
- কৃষি যন্ত্রপাতির দাম কমবে।
- সোলার বিদ্যুৎ উৎপাদনের খরচ কমবে
- রেফ্রিজারেটর ও এসির কাঁচামাল আমদানিতে বিদ্যমান রেয়াতি সুবিধা বাড়ানোয় এসব পণ্যের দাম কমতে পারে।
- স্বর্ণ আমদানিতে ১৫ শতাংশ ভ্যাট মওফুফ করায় এর দাম কমবে।
- এলপিজি সিলিন্ডারের দাম কমতে পারে।