ফেব্রুয়ারিতে রেমিট্যান্স কমেছে ২০ শতাংশ
গেল ফেব্রুয়ারিতে ১৫৬ কোটি ডলার রেমিট্যান্স দেশে এসেছে, যা আগের মাসের তুলনায় প্রায় ২০.২৯ শতাংশ কমেছে। জানুয়ারিতে দেশে ১৯৬ কোটি ডলার রেমিট্যান্স আসে।
বুধবার (১ মার্চ) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
ব্যাংকাররা বলেন, চলতি মার্চের শেষে রোজা শুরু হবে। প্রবাসীরা রোজার আগে আগে সংসারের খরচ মেটাতে বড় অংকের রেমিট্যান্স পাঠায়, এর প্রবাহটা বাড়বে মার্চ মাসে। এছাড়া খোলা বাজারের তুলনায় ব্যাংকিং চ্যানেলে ডলারের দর কম হওয়ায় হুন্ডির মাধ্যমেও রেমিট্যান্স আসছে। একইসঙ্গে ফেব্রুয়ারিতে দিনের সংখ্যাও জানুয়ারির তুলনায় তিন দিন কম।
অবশ্য গেল ফেব্রুয়ারিতে আগের বছর অর্থাৎ ২০২২ সালের ফেব্রুয়ারির তুলনায় রেমিট্যান্স প্রায় ৪.৪৬ শতাংশ বেশি এসেছে। গত বছরের ফেব্রুয়ারিতে রেমিট্যান্স আসে ১৪৯ কোটি ডলার।
চলতি অর্থবছরে এপর্যন্ত (জুলাই-ফেব্রুয়ারি) রেমিট্যান্স এসেছে ১৪.০১ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ১৩.৪৩ বিলিয়ন ডলার।