তুলে দেওয়া হচ্ছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগের বয়সসীমা
বাংলাদেশ ব্যাংকের গভর্নরের জন্য নির্ধারিত বয়সসীমা তুলে দেওয়ার প্রস্তাব করা হয়েছে।
আগে নির্ধারিত বয়সসীমা ছিল সর্বোচ্চ ৬৭ বছর।
গভর্নরের নিয়োগের ক্ষেত্রে নির্ধারিত বয়সসীমা তুলে দেওয়ার ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের আদেশ সংশোধনের প্রস্তাব আজকের উপদেষ্টা পরিষদের সভায় রাখা হবে বলে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উচ্চ পর্যায়ের সূত্র টিবিএসকে নিশ্চিত করেছে।
তারা আরও জানান, নীতি সংশোধনের পর এই পদে আহসান এইচ মনসুর (৭২) নিয়োগের সম্ভাবনা রয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট উচ্চপর্যায়ের কর্মকর্তারা টিবিএসকে বলেন, ভারত ও শ্রীলঙ্কাসহ বিশ্বের অনেক দেশেই গভর্নর পদে নিয়োগের ক্ষেত্রে বয়সের কোনো বাধা নেই।
তারা জানান, উপদেষ্টা পরিষদের অনুমোদনের পর রাষ্ট্রপতি অনুমোদন দিলেই আর্থিক প্রতিষ্ঠান বিভাগ অধ্যাদেশ জারি করবে। এরপর নতুন গভর্নর নিয়োগের আদেশ জারি করবে আর্থিক প্রতিষ্ঠান।