ভেঙে দেওয়া হলো ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ, নতুন চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ
ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন রূপলী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ওবায়েদ উল্লাহ আল মাসুদ।
বৃহস্পতিবার (২২ আগস্ট) এস আলম গ্রুপের দখলে থাকা বেসরকারি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে আদেশ জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
একই সঙ্গে পরিচালনা পর্ষদের নতুন বোর্ড গঠন করে ৫ স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
'আমানতকারী ও ব্যাংকের স্বার্থ রক্ষার্থে এবং ব্যাংকিং সুশাসন নিশ্চিতকল্পে ও জনস্বার্থে ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারার ক্ষমতাবলে' নতুন এ পর্ষদ নিয়োগ করা হয়েছে।
পর্ষদের বাকি স্বতন্ত্র পরিচালকেরা হচ্ছেন মোহাম্মদ খুরশীদ ওয়াহাব, মো. আব্দুল জলিল, ড. এম মাসুদ রহমান ও মো. আবদুস সালাম।
খুরশীদ ওয়াহাব অতীতে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। মো. আব্দুল জলিল আল-আরাফাহ ইসলামী ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক।
ড. এম মাসুদ রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের সাবেক অধ্যাপক। অপর স্বতন্ত্র পরিচালক মো. আবদুস সালাম এফসিএ, এফসিএমএ একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট।