৯ মাসে ব্র্যাক ব্যাংকের মুনাফা ১,০০০ কোটি টাকার বেশি
২০২৪ সালের প্রথম ৯ মাসে ব্র্যাক ব্যাংকের সমন্বিত নিট মুনাফা হয়েছে ১ হাজার ১০ কোটি টাকা।
সোমবার (২৮ অক্টোবর) অনুষ্ঠিত বোর্ড সভায় ব্যাংকটির জানুয়ারি-সেপ্টেম্বর সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়।
প্রতিবেদন অনুযায়ী, এ সময়ে ব্র্যাক ব্যাংকের নিট মুনাফা গত বছরের একই সময়ের তুলনায় ৭৪ শতাংশ বেড়েছে।
সেপ্টেম্বর শেষে ব্যাংকটির সমন্বিতভাবে শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৪.৯২ টাকায়, যা এক বছর আগে ছিল ২.৯৭ টাকা।
২০২৩ সালে ব্রাক ব্যাংক ৮০০ কোটি টাকা মুনাফা করে, যা এর আগের বছরের তুলনায় প্রায় ৩০০ কোটি টাকা বেশি।