দিল্লির রাস্তায় শুয়ে জাতীয় সঙ্গীত গাইতে বাধ্য যুবকের মৃত্যু
সহিংসতায় আহত পাঁচ যুবক রাস্তায় শুয়ে কাতরাচ্ছেন। তাদের একজনকে পুলিশ এসে জাতীয় সঙ্গীত গাইতে বাধ্য করছে। ভারতের উত্তর-পূর্ব দিল্লিতে সংঘর্ষ চলাকালে এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছিল। জাতীয় সঙ্গীত গাওয়া সেই যুবক, ২৩ বছর বয়সী ফাইজান মারা গেছেন।
রোববার দিল্লিতে ব্যাপক সহিংসা ছড়িয়ে পড়ে। এরই মধ্যে 'শাহিন বাগ অফিসিয়াল' নামে এক টুইটার অ্যাকাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করা হয় মঙ্গলবার সকালে। খবর হিন্দুস্তান টাইমস ও এনডিটিভির।
ভিডিওতে দেখা যায়, বাকি চার যুবকের মতো ফাইজানও রাস্তায় শুয়ে কাতরাচ্ছেন। সেই দৃশ্য এক পুলিশ ভিডিও করছিল। এ সময় আরেক পুলিশের চিৎকার শোনা যায়, 'বন্দে মাতরম গা...।' আরও তিন পুলিশ লাঠি দিয়ে খুঁচিয়ে দুই যুবককে 'আজাদি' স্লোগান দিতে বলে। যদিও ঘটনাটি দিল্লির ঠিক কোন রাস্তার, তা নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে শুক্রবার মারা যান ফাইজান। ভারতের এক সংবাদ মাধ্যমে তার পরিবার অভিযোগ করে, বেধড়ক মারধর করে তাকে গুরুতর আহত করা হয়েছিল।
নিহতের দাদা জানান, একটি মাংসের দোকানে কাজ করতেন ফাইজান। ২৩ ফেব্রুয়ারি রোববার দুপুরে এক শান্তিপূর্ণ আন্দোলনে যোগ দিতে গিয়েছিলেন তিনি। আচমকা টিয়ার গ্যাস ছোড়া হলে কিছুটা সামনে আগাতেই পুলিশ আরও অনেকের সঙ্গে তাকেও বেধড়ক পেটায়।
পরিবারের আরও অভিযোগ, তেগ বাহাদুর হাসপাতালে নেওয়া হলেও ফাইজান কোনো চিকিৎসা পাননি। উল্টো সেখান থেকে তাকে জ্যোতি নগর থানায় নিয়ে দুইদিন আটকে রাখা হয়। এরপর মঙ্গলবার তুলে দেওয়া হয় পরিবারের হাতে।
পরিবারের অভিযোগ, সেই সময় মাথা থেকে রক্ত পড়ছিল ফাইজানের। ভেঙে গিয়েছিল চোয়াল।