কোহলিদের কোচ হলেন রাহুল দ্রাবিড়
রবি শাস্ত্রীর পর ভারত ক্রিকেট দলের কোচ হতে পারেন রাহুল দ্রাবিড়, বেশ আগে থেকেই এমন আলোচনা চলছিল। শেষ পর্যন্ত সেটাই হলো। বিরাট কোহলি, রোহিত শর্মা, জাসপ্রিত বুমরাহদের প্রধান কোচ হতে যাচ্ছেন ভারতের কিংবদন্তি এই ক্রিকেটার। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষেই দায়িত্ব নেবেন দ্রাবিড়।
বুধবার এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার ওয়েবসাইটেক এক বিবৃতিতে বলা হয়েছে, বিশ্বকাপের পর ঘরের মাঠে অনুষ্ঠেয় নিউজিল্যান্ড সিরিজ দিয়ে কাজ শুরু করবেন দ্রাবিড়।
ইতোমধ্যেই ভারতের প্রধান কোচের দায়িত্ব পালন করার অভিজ্ঞতা হয়েছে দ্রাবিড়ের। গত জুলাইয়ে জাতীয় দলের নিয়মিত ক্রিকেটারদের অনেকে ইংল্যান্ড সফরে ছিলেন। একই সময়ে আরেকটি দল শ্রীলঙ্কা সফরে যায়। এই সফরে প্রধান কোচের দায়িত্বে ছিলেন তিনি।
ভারতের জাতীয় ক্রিকেট একাডেমির প্রধানের দায়িত্বে ছিলেন দ্রাবিড়। সঙ্গে অনূর্ধ্ব-১৯ দল ও 'এ' দলের কোচের দায়িত্বও পালন করছিলেন ভারতের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই ব্যাটসম্যান।
বেশ আগে থেকেই ভারত দলের কোচ হওয়ার দৌড়ে ছিলেন দ্রাবিড়। ২০১৬ সালে অনিল কুম্বলে কোচের দায়িত্ব পান। কিন্তু তখন বোর্ডের প্রথম পছন্দ ছিলেন দ্রাবিড়। সে সময় বোর্ডের প্রস্তাবে সাড়া দেননি তিনি। কুম্বলের অধ্যায় শেষ হওয়ার পর আবারও তাকে স্মরণ করে বিসিসিআই। কিন্তু সেবারও দায়িত্ব নেননি তিনি।
সে সময় দ্রাবিড় জানিয়েছিলেন, তরুণ ও উঠতি ক্রিকেটারদের নিয়ে কাজ করা, ভবিষ্যতের জন্য তাদের তৈরি করে দেওয়ার কাজটিই তার কাছে বেশি উপভোগ্য বলে মনে হয়। শ্রীলঙ্কা সফরে কোচ হিসেবে যাওয়ার পরও তিনি জানান, ভারতের প্রধান কোচের দায়িত্ব নেওয়ার ইচ্ছা তার নেই।
অবশেষ সেই ভাবনা থেকে সরে জাতীয় দলের দায়িত্ব নিতে যাচ্ছেন দ্রাবিড়। এই দায়িত্ব পেয়ে উচ্ছ্বাসের কথাই জানিয়েছেন তিনি। দ্রাবিড় বলেন, 'ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পাওয়া দারুণ সম্মানের। দায়িত্ব পালনের জন্য আমি সত্যিই মুখিয়ে আছি। শাস্ত্রীর কোচিংয়ে দলটি খুবই ভালো করেছে। আশা করছি, এই দলকে আরও এগিয়ে নিতে পারব।'
'এনসিএ, অনূর্ধ্ব-১৯ ও ভারত 'এ' দলের সেটআপে খেলোয়াড়দের অনেকের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার সুবাদে আমি জানি, তাদের প্রতিদিনই উন্নতি করার আকাঙ্ক্ষা ও ইচ্ছা আছে। আগামী দুই বছরে বড় কিছু মাল্টি-টিম প্রতিযোগিতা আছে। ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের সঙ্গে কাজ করে নিজেদের সেরাটা অর্জনের জন্য উন্মুখ হয়ে আছি।' যোগ করেন দ্রাবিড়।
এক সময়ের সতীর্থ দ্রাবিড়কে কোচ হিসেবে পেয়ে উচ্ছ্বসিত ভারতের সাবেক অধিনায়ক ও বর্তমান বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী। তিনি বলেন, 'ভারতের প্রধান কোচ হিসেবে বিসিসিআই রাহুল দ্রাবিড়কে স্বাগত জানাচ্ছে। রাহুলের ক্যারিয়ার সমৃদ্ধ এবং খেলাটার কিংবদন্তিদের একজন সে। ভারতের জাতীয় ক্রিকেট একাডেমির (এনসিএ) প্রধান হিসেবেও সম্মানের সঙ্গে দায়িত্ব পালন করেছে সে।'
সৌরভ গাঙ্গুলী আরও বলেন, 'রাহুলের প্রচেষ্টায় এনসিএ থেকে অনেক তরুণ প্রতিভা উঠে এসেছে, যারা আন্তর্জাতিক ক্রিকেটে দেশের প্রতিনিধিত্ব করেছে। আমি আশা করছি, তার হাত ধরে ভারতীয় ক্রিকেট অনেক উচ্চতায় উঠবে।'