অস্ট্রেলিয়ার মেয়েদের মাথায় সেরার মুকুট
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে অপরাজিত থাকার দারুণ এক দৌড়। এই দৌড়ে সামনে যে এসেছে, তাকেই হারিয়েছে ভারত নারী ক্রিকেট দল। কিন্তু ফাইনালে সেই পথে থাকা হলো না তাদের। ভারতকে ৮৫ রানের বড় ব্যবধানে হারিয়ে শ্রেষ্ঠত্বের মুকুট জিতেছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল।
নারীদের বিশ্বকাপে অস্ট্রেলিয়া সব সময়ই অপ্রতিরোধ্য। এবারও একইভাবে দাপট দেখিয়ে শিরোপা জিতে নিল অজি মেয়েরা। এবার নিয়ে পঞ্চমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন তারা। আর কোনো দল একবারের বেশি শিরোপা জিততে পারেনি।
রোববার অস্ট্রেলিয়ার মেলবোর্নে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে দুই ওপেনার অ্যালিসা হিলি ও বেথ মুনির দারুণ ব্যাটিংয়ে ৪ উইকেটে ১৮৪ রানের বিশাল সংগ্রহ গড়ে অস্ট্রেলিয়া। জবাবে শুরু থেকেই ধুঁকতে থাকা ভারতের ইনিংস ৯৯ রানেই গুটিয়ে যায়। এবারের বিশ্বকাপে এটাই ভারতের একমাত্র হার।
জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে দলীয় ২ রানেই প্রথম উইকেট হারায় ভারত। এরপর শুরু হয় আসা-যাওয়ার মিছিল। অস্ট্রেলিয়ার বোলারদের তোপে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভারতের ব্যাটিং লাইন আপ। মিডল অর্ডারে কয়েকজন ব্যাটসম্যান চেষ্টা করলেও সেটা যথেষ্ট হয়নি।
দিপি শর্মা সর্বোচ্চ ৩৩ রান করেন। এছাড়া ভেডা কৃষ্ণমূর্তি ১৯ ও রিচা ঘোষ ১৮ রান করেন। ওপেনার স্মৃতি মানধানা করেন ১১ রান। ভারতের এই চারজন ব্যাটারই কেবল দুই অঙ্কের রানে পৌঁছান। অস্ট্রেলিয়ার মেগান শাট ৪টি ও জেস জোনাসেন ৩টি উইকেট নেন।
এর আগে প্রথমে ব্যাটিং নামা অস্ট্রেলিয়া দাপুটে শুরু করে। দুই ওপেনার অ্যালিসা হিলি ও বেথ মুনি উদ্বোধনী জুটিতে ১১৫ রান যোগ করেন। অস্ট্রেলিয়ার হয়ে মূলত এই দুজনই ব্যাট চালিয়েছেন। ১১.৪ ওভারে গিয়ে প্রথম উইকেটের দেখা পায় ভারত। এর আগেই রানের বন্যা বইয়ে দেন হিলি ও মুনি।
দলীয় ১১৫ রানে হিলিকে আউট করেন ভারতের পুনম যাদব। এর আগে চোখ ধাঁধানো এক ইনিংস খেলেন অস্ট্রেলিয়া নারী দলের এই উইরেকরক্ষক ব্যাটার। মাত্র ৩৯ বলে ৭টি চার ও ৫টি ছক্কায় ৭৫ রানের ঝড়ো ইনিংস খেলেন হিলি।
হিলিকে ফেরাতে পারলেও আরেক ওপেনার মুনিকে সাজঘর দেখাতে পারেননি ভারতের বোলাররা। নতুন ব্যাটাররা কিছু না করতে পারলেও মুনি একাই রানের চাকা ঘুরিয়ে গেছেন শেষ পর্যন্ত। অস্ট্রেলিয়ার বাঁহাতি এই ব্যাটার ৫৪ বলে ১০টি চারে ৭৮ রানের অসাধারণ একটি ইনিংস খেলেন। অধিনায়ক মেগ লিনিং করেন ১৬ রান। ভারতের অফ স্পিনার দিপি শর্মা ২টি এবং পুনম যাদব ও রাধা যাদব একটি করে উইকেট নেন।