'মেসির ভাগ্যেই এবার বিশ্বকাপ লেখা আছে'
নিজের সম্ভাব্য শেষ বিশ্বকাপে আরাধ্য সোনালি ট্রফিটা লিওনেল মেসি উঁচিয়ে ধরতে পারবেন কিনা সেটি জানতে আর বেশি সময় অপেক্ষা করতে হবে না। তবে জলাতান ইব্রাহিমোভিচ মনে করেন, কাতারে এবার সময়টা মেসিরই। বার্সেলোনায় মেসির সাবেক সতীর্থের কাছে মন হচ্ছে, ভাগ্য এবার মেসির দিকে সুপ্রসন্ন।
২০০২ এবং ২০০৬ বিশ্বকাপে সুইডেনের হয়ে খেলেছেন জলাতান ইব্রাহিমোভিচ। ২০০৯-১০ মৌসুমে তিনি ছিলেন মেসির ক্লাব সতীর্থ। মেসিকে নিয়ে সবসময়ই প্রশংসায় পঞ্চমুখ ছিলে ইব্রাহিমোভিচ। এবার মেসির বিশ্বকাপ জেতার সম্ভাবনা নিয়ে কথা বললেন তিনি।
কাতার বিশ্বকাপের অন্য সেমি-ফাইনালিস্ট ফ্রান্স এবং আর্জেন্টিনার প্রতিপক্ষ ক্রোয়েশিয়াকে সমীহ করলেও মেসির হাতেই বিশ্বকাপ দেখতে পাচ্ছেন ইব্রাহিমোভিচ, 'ফ্রান্স এবং ক্রোয়েশিয়া দুর্দান্ত দল। কিন্তু আমি মনে করি, এবার মেসিই বিশ্বকাপ শিরোপা তুলে ধরবে। সব ঘটনা সেই ইঙ্গিতই দিচ্ছে।'
সেমি-ফাইনালের অপর দল, এবারের টুর্নামেন্টের চমক মরক্কোর পারফরম্যান্স নিয়েও অবাক নন কিংবদন্তি এই স্ট্রাইকার, 'মরক্কো বিশ্বকাপের আগে থেকেই ভালো খেলে এসেছে। বিশ্বকাপে যেকোনো কিছুই ঘটতে পারে। আমি তাদের সাফল্যে সামান্য অবাক হলেও এটি অসম্ভব কিছু নয় ।'
ক্রিশ্চিয়ানো রোনালদোর দুঃখজনক বিদায় নিয়েও কথা বলেছেন ইব্রাহিমোভিচ, 'সবাই বিশ্বকাপ জিততে চায় কিন্তু পারে না। আপনি যখন এটা জিতবেন না তখন স্বাভাবিকভাবেই খারাপ লাগবে।'
ইব্রাহিমোভিচের বার্সেলোনা ছাড়ার পেছনে মেসির প্রভাব আছে বলে গুঞ্জন শোনা গিয়েছে নিয়মিতই। কিন্তু বরাবরই মেসির পক্ষে কথা বলেছেন ইব্রাহিমোভিচ, বিশ্বকাপ কে জিতবে সেই প্রশ্নেও মেসির দিকে রায় দিয়ে আবারও নিজেকে তার শুভাকাঙ্ক্ষী প্রমাণ করলেন তিনি।