মেজর টুর্নামেন্টে ব্রাজিল-আর্জেন্টিনার শেষ পাঁচ দ্বৈরথ
রাত পোহালেই ব্রাজিল-আর্জেন্টিনা মহারণ। কোপা আমেরিকার ফাইনালে ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে বাংলাদেশ সময় ১১ জুলাই ভোরে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ। সুপার ক্ল্যাসিকোর আগে এক নজরে দেখে নেওয়া যাক বড় টুর্নামেন্টে ব্রাজিল-আর্জেন্টিনার শেষ পাঁচ দ্বৈরথ।
কোপা আমেরিকা ২০১৯, সেমি-ফাইনাল (ব্রাজিল ২-০ আর্জেন্টিনা):
সর্বশেষ ২০১৯ সালে মেজর কোনো টুর্নামেন্টে মুখোমুখি হয় ব্রাজিল-আর্জেন্টিনা। কোপা আমেরিকার সেই সেমি-ফাইনালে শেষ হাসি হাসে ব্রাজিল। গ্যাব্রিয়েল হেসুস ও রবার্তো ফিরমিনোর গোলে লিওনেল মেসিদের ২-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে সেলেসাওরা।
কোপা আমেরিকা ২০০৭, ফাইনাল (ব্রাজিল ৩-০ আর্জেন্টিনা):
ব্রাজিল-আর্জেন্টিনার আগের মহারণটিও কোপা আমেরিকাতে। ওই টুর্নামেন্টে দুই দলই ছিল দারুণ ছন্দে। কিন্তু ফাইনালে ব্রাজিলের বিপক্ষে দাঁড়াতেই পারেনি আলবিসেলেস্তেরা। ৩-০ গোলের দাপুটে জয়ে শিরোপা জিতে নেয় ব্রাজিল। দলটির পক্ষে গোল করেন হুলিও বাপতিস্তা ও দানি আলভেজ। তৃতীয় গোলটি ছিল আত্মঘাতী। দলকে বাঁচাতে গিয়ে নিজেদের জালেই বল জড়িয়ে দেন আর্জেন্টিনার রবার্তো আয়ালা।
কোপা আমেরিকা ২০০৪, ফাইনাল, ব্রাজিল ২-২ আর্জেন্টিনা (৪-২):
আগের কোপা আমেরিকার ফাইনালেও মুখোমুখি হয় ব্রাজিল-আর্জেন্টিনা। এই ম্যাচে লড়াই হয় সমানে সমান। নির্ধারিত সময়ে ম্যাচ ২-২ গোলে সমতায় থাকে। তবে টাইব্রেকার রোমাঞ্চ জিতে নয় ব্রাজিল। পেনাল্টি শুট আউটে আর্জেন্টিনাকে ৪-২ গোলে হারিয়ে শেষ্ঠত্বের মুকুট জেতে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
কোপা আমেরিকা ১৯৯৯, কোয়ার্টার ফাইনাল (ব্রাজিল ২-১ আর্জেন্টিনা):
১৯৯৯ কোপা আমেরিকাতেও ব্রাজিল বাধায় বিবর্ণ হয়ে ওঠে আর্জেন্টিনার শিরোপা স্বপ্ন। ওই আসরেও আলবিসেলেস্তেদের হতাশায় ডোবায় ব্রাজিল। কোয়ার্টার ফাইনালের সেই লড়াইয়ে আর্জেন্টিনাকে ২-১ গোলে হারায় ব্রাজিল। সেলেসাওদের পক্ষে গোল করেন রিভালদো ও রোনালদো। আর্জেন্টিনার পক্ষে একমাত্র গোলটি করেন হুয়ান পাবলো সরিন।
কোপা আমেরিকা ১৯৯৫, কোয়ার্টার ফাইনাল, ব্রাজিল ২-২ আর্জেন্টিনা (৪-২):
১৯৯৫ সালের কোপা আমেরিকাতেও কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী। এই ম্যাচেও শেষ হাসি হাসে ব্রাজিল। দুইবার পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়ায় ব্রাজিল। নির্ধারিত সময়ে ম্যাচ ২-২ গোলে সমতায় থাকে। ব্রাজিলের পক্ষে গোল করেন এদমুন্দো ও তুলিও। আর্জেন্টিনার গোলদাতা ছিলেন বাবলো ও বাতিস্তুতা। টাইব্রেকারে আর্জেন্টিনার হয়ে গোল করতে ব্যর্থ হন অ্যাটলেটিকো মাদ্রিদের বর্তমান কোচ দিয়েগো সিমিওনে ও ফাব্রি।