সাকিবের সাথে অবিচার হয়েছে: রাহুল দ্রাবিড়
সাকিব আল হাসানকে লঘু পাপে গুরুদণ্ড দেয়া হয়েছে বলে মনে করেন ভারতীয় কিংবদন্তী ক্রিকেটার রাহুল দ্রাবিড়।
মঙ্গলবার (২৯ অক্টোবর) সাকিবের ওপর বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসির নিষেধাজ্ঞার পর নিজের অফিসিয়াল ট্যুইটারে এ কথা বলেন ‘দ্য ওয়াল’ বলে খ্যাত এই ভারতীয় ক্রিকেটার।
ট্যুইটে দ্রাবিড় লেখেন, ‘অবিশ্বাস্য! সাকিবের ওপর বেশি কঠোররতা হয়ে গেল না? সেকি ম্যাচ পাতানোর সাথে জড়িত ছিল? আমার মনে হয়, তার একমাত্র ভুল জুয়াড়ির প্রস্তাবের বিষয়টি আইসিসি ও এর দুর্নীতি দমন ইউনিটকে না জানানো।’
বাংলাদেশ ক্রিকেটার সাকিবকে দুই বছরের নিষেধাজ্ঞা দেয়ার শাস্তি খুবই কঠোর হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমি আশা করবো আইসিসি তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে।’
ট্যুইট করেছেন সাবেক ভারতীয় ক্রিকেটার এবং বিশিষ্ট ধারাভাষ্যকার হারশা বোগলে। তিনি বলেন, “সাকিবের খেলা বরাবরই খুব উপভোগ করেছি আমি। আশা করছি এই পরিস্থিতি থেকে উঠে আসবে সাকিব এবং খেলার মাঠে তাঁর চমক দেখতে পারবো আবার।”
প্রসঙ্গত, জুয়াড়িদের কাছ থেকে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পাওয়ার পর তা গোপন রাখার কারণে সাকিবের ওপর দুই বছরের নিষেধাজ্ঞা দেয় আইসিসি। তবে দোষ স্বীকার করে আইসিসিকে সহযোগিতা করায় এক বছর পরই মাঠে ফিরতে পারবেন তিনি।