বেটিং ও স্পট ফিক্সিংয়ের দায়ে দুটি ক্লাবকে বড় শাস্তি দিলো বাফুফে
বেটিংয়ে জড়িত থাকার দায়ে বড় শাস্তি পেয়েছিল আরামবাগ ক্রীড়া সংঘ। গত বছরের ২৯ আগস্ট আরামবাগকে দুই মৌসুমের জন্য নিষিদ্ধ করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এ ছাড়া কোচ, কর্মকর্তা ও খেলোয়াড়দের বিভিন্ন মেয়াদে নিষেধাজ্ঞা দেওয়া হয়। একই কারণে এবার উত্তর বারিধারা ক্লাব ও কারওয়ান বাজার প্রগতি সংঘকে বড় শাস্তি দিলো বাফুফে।
ক্লাব দুটিকে কয়েক ধাপ নিচের বিভাগে নামিয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া আর্থিক জরিমানার পাশাপাশি খেলোয়াড় ও কর্মকর্তাদের বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ করা হয়েছে। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানিয়েছে বাফুফে। ক্লাব দুটির বিরুদ্ধে লাইভ বেটিং, স্পট ফিক্সিং, ম্যাচ ম্যানিপুলেশন, অনলাইন বেটিংয়ে জড়িত থাকার অভিযোগের প্রমাণ পাওয়া গেছে।
বাফুফের শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী উত্তর বারিধারা ক্লাবকে দুই ধাপ নিচে (দ্বিতীয় বিভাগে) নামিয়ে দেওয়া হয়েছে। দুই বছর দ্বিতীয় বিভাগে খেলতে হবে তাদের। ক্লাবটিকে ১০ লাখ টাকা জরিমানাও করা হয়েছে। এ ছাড়া ক্লাবটির পাঁচ খেলোয়াড়কে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। তারা হলেন সাইফুল ইসলাম, আরিফ খান জয়, ফজিলভ, রাশেদ হোসেন ও সাইদ মোহামেদ।
কারওয়ান বাজার প্রগতি সংঘকে দুই ধাপ নিচে (তৃতীয় বিভাগে) নামিয়ে দেওয়া। এই ক্লাবটিকেও দুই বছর তৃতীয় বিভাগে খেলতে হবে। বারিধারার মতো তাদেরও ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে ক্লাবটির ৬ খেলোয়াড়কে।
কারওয়ান বাজার প্রগতি সংঘের ৩ কর্মকর্তাকে আরও বড় শাস্তি দেওয়া হয়েছে। ৫ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে তাদের। এ ছাড়া সাইফ স্পোর্টিং ক্লাবের যুব দলের ম্যানেজার ইস্কাটন মীর্জাকে ফুটবলে আজীবন নিষিদ্ধ করা হয়েছে।