সৌদি আরবের স্পর্শকাতর আইন ভঙ্গ করেছেন রোনালদো!
দুই বছরের চুক্তিতে সৌদি আরবের ক্লাব আল-নাসেরে যোগ দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এখনো ক্লাবের হয়ে মাঠে নামা হয়নি তার। কিন্তু কোনো ম্যাচ খেলার আগেই সৌদি আরবের খুবই গুরুত্বপূর্ণ একটি আইন ভঙ্গ করেছেন তিনি।
আল-নাসেরের হয়ে পরিচিতি পর্ব হয়ে গিয়েছে রোনালদোর। অনুশীলনেও যোগ দিয়েছেন ইতোমধ্যে। যদিও নিষেধাজ্ঞা এবং ফিটনেস ইস্যু মিলিয়ে সহসাই মাঠে নামা হচ্ছে না তার। আর এর মধ্যেই সৌদি আরবের বেশ স্পর্শকাতর একটি আইন ভঙ্গ করেছেন রোনালদো।
সৌদি আরবের আইন অনুযায়ী, বিয়ে না করে একজন পুরুষ এবং মহিলা একই ছাদের নিচে থাকতে পারবেন না। কিন্তু রোনালদো এবং তার সঙ্গিনী জর্জিনা এখনো বিয়ে করেননি। তবুও তারা সৌদি আরবে থাকছেন একই ছাদের নিচে। যা দেশটির আইন মতে নিষিদ্ধ।
সৌদি আরবে এই ধরণের কাজকে বড় অপরাধ হিসেবে গণ্য করা হয় এবং অপরাধীকে কঠিন শাস্তির মুখে পড়তে হয়। তবে ক্রিশ্চিয়ানো রোনালদোর মাপের কারোর জন্য এই ধরণের আইন কার্যকরী নয় বলেই মনে করা হচ্ছে। এবং তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া তো দূরে থাক, এ বিষয়টি নিয়ে রোনালদোকে বিব্রতও করতে চায় না সৌদি সরকার।
এমনটিই বলছেন সৌদি আরবের দুই আইনজীবি। যাদের একজন বলেছেন, 'নিয়ম অনুযায়ী রোনালদো এটা করতে পারেন না। কিন্তু তিনি রোনালদো, তাই কর্তৃপক্ষ এখানে অন্ধের ভূমিকা পালন করবে এবং এই বিষয়ে তারা কোনো আলোকপাত করবে না।'
আরেকজন আইনজীবি জানান, 'এই ধরণের কাজকে তখনই শাস্তির আওতাধীন করা হয় যখন এর ফলে কোনো অপরাধ ঘটে।'
রোনালদো এবং জর্জিনা সৌদি আরবে একসাথে থেকে কোনো অপরাধ ঘটাবেন, এমনটি নিশ্চয়ই ভাবছে না সৌদি আরব সরকার। যে কারণে তাদেরকে এই বিষয়টি নিয়ে কিছু বলার প্রয়োজনবোধ করছে না তারা। শত হোক, তিনি যে ক্রিশ্চিয়ানো রোনালদো!