সৌদি আরবে আর্জেন্টাইন কোচের অধীনে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর
আল-নাসেরে দুই বছরের চুক্তিতে যোগ দেওয়ার পর এখনো দলের হয়ে খেলার সুযোগ হয়নি ক্রিশ্চিয়ানো রোনালদোর। ইংল্যান্ডে পাওয়া দুই ম্যাচের নিষেধাজ্ঞা শেষ করে মাঠে নামতে হবে তাকে। তবে সেটিও আল-নাসেরের হয়ে হচ্ছে না। কারণ রোনালদো যে ম্যাচে খেলতে পারেন সেটিতে তাকে খেলতে হবে আল-নাসের এবং আল-হিলালের সমন্বিত একাদশের হয়ে।
১৯ জানুয়ারি সৌদি আরবের কিং ফাহাদ স্টেডিয়ামে হতে যাচ্ছে ম্যাচটি। যেখানে আল-নাসের এবং আল-হিলালের সমন্বিত একাদশের প্রতিপক্ষ পিএসজি। অর্থাৎ, আবারো লিওনেল মেসির মুখোমুখি হতে যাচ্ছেন রোনালদো। আর এই ম্যাচে রোনালদোর দলের কোচ হিসেবে থাকছেন মার্সেলো গ্যালার্দো, যিনি একজন আর্জেন্টাইন।
রোনালদোর সঙ্গে আর্জেন্টিনার সম্পর্কটা একদমই নতুন নয়। এক আর্জেন্টাইন লিওনেল মেসি পুরো ক্যারিয়ারে জ্বালিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদোকে। রোনালদো যা যা করেছেন, মেসি তার থেকেও অধিক করেছেন সবকিছুই।
রোনালদোর বর্তমান এবং প্রায় ৭ বছরের প্রেমিকা, জর্জিনা রদ্রিগেজও একজন আর্জেন্টাইন। যার সঙ্গে রোনালদোর দুই সন্তানও আছে।
এবার সৌদি আরবের ফুটবলে নিজের প্রথম ম্যাচেও একজন আর্জেন্টাইন কোচের অধীনে খেলবেন রোনালদো। ৪৬ বছর বয়সী এই কোচ, মার্সেলো গ্যালার্দো আর্জেন্টাইন ক্লাব রিভারপ্লেটকে জিতিয়েছেন দুইটি কোপা লিবার্তোদোরেস।
বর্তমানে কোচিং থেকে দূরে থাকলেও গ্যালার্দোকে চিনে থাকবেন নিয়মিত ফুটবল অনুসারীরা। এমনকি, লিওনেল স্কালোনির আগে এই গ্যালার্দোই আর্জেন্টিনার কোচ হওয়ার দৌড়ে ছিলেন।
রিভারপ্লেটকে দীর্ঘ আট বছর কোচিং করিয়ে জিতিয়েছেন ১৪ টি শিরোপা। তিনবার দক্ষিণ আমেরিকান বর্ষসেরা কোচও হয়েছেন মার্সেলো গ্যালার্দো।