হারে বিশ্বকাপ শুরু বাংলাদেশের মেয়েদের
সংগ্রহটা খুব বড় না হলেও বল হাতে দারুণ শুরু পাওয়ায় আশা জেগেছিল। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে নেমেই জাদুকরী বোলিংয়ে শ্রীলঙ্কাকে ঘোর সঙ্কটে ফেলে দেন বাংলাদেশের পেসার মারুফা আক্তার। কিন্তু ২৫ রানে ৩ উইকেট হারানো দলের হাল ধরে দারুণ ব্যাটিংয়ে রেকর্ড জুটি গড়লেন হর্ষিতা সামারাবিক্রমা ও নিলাক্ষী ডি সিলভা। এই দুই লঙ্কান ব্যাটারের ব্যাটে বড় জয় তুলে নিলো শ্রীলঙ্কা। ফিল্ডিংয়ে করা অনেক ভুলও বাংলাদেশের হারের কারণ।
রোববার রাতে কেপটাউনের নিউল্যান্ডসে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ। টস জিতে আগে ব্যাটিং করতে নেমে শামিমা সুলতানা, সোবানা মোস্তারী ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ব্যাটে ৮ উইকেটে ১২৬ রান তোলে বাংলাদেশ। জবাবে ম্যাচসেরা হর্ষিতা ও নিলাক্ষীর দারুণ ব্যাটিংয়ে ১০ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কার। বিশ্বকাপে এটা তাদের টানা দ্বিতীয় জয়, প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারায় লঙ্কানরা।
জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে মারুফার বোলিং তোপের মুখে পড়তে হয় লঙ্কানদের। ইনিংসের চতুর্থ ও নিজের প্রথম ওভারে কোনো রান না দিয়ে লঙ্কান অধিনায়ক চামারি আতাপাত্তুকে ফিরিয়ে দেন তিনি। নিজের দ্বিতীয় ওভারে আরও তোপ দাগেন মারুফা। টানা দুই বলে ২ উইকেট তুলে নিয়ে রাঙান নিজের বিশ্বকাপ অভিষেক। ২৫ রানে ৩ উইকেট হারানো দলকে পথ দেখাতে শুরু করেন হর্ষিতা ও ডি সিলভা।
অল্প সময়ের মধ্যে উইকেটে নিজেদের মানিয়ে নিয়ে শ্রীলঙ্কার এই দুই ব্যাটার দারুণ সব শট খেলতে থাকেন। বিশেষ করে হর্ষিতার ব্যাটিং ছিল চোখে লেগে থাকার মতো। চতুর্থ উইকেটে ৭৯ বলে ১০৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন হর্ষিতা-ডি সিলভা, যা শ্রীলঙ্কার টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে রেকর্ড। যেকোনো উইকেটে এটা সর্বোচ্চ রানের জুটি।
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপেও চুতর্থ উইকেটে ১০০ ছাড়ানো জুটি দেখা গেল মাত্র দ্বিতীয়বার। হর্ষিতা ৫০ বলে ৮টি চার ও একটি ছক্কায় হার না মানা ৬৯ রান করেন। ৩৮ বলে ২টি চারে ৪১ রানে অপরাজিত থাকেন ডি সিলভা। শ্রীলঙ্কার যাওয়া তিনটি উইকেটই নেন মারুফা। ৪ ওভারে ২৩ রান খরচা করা ডানহাতি এই পেসার প্রথম ওভারটি মেডেন নেন। অভিজ্ঞ পেসার জাহানারা আলম ৩ ওভারে ১৯ রানে কোনো উইকেট পাননি। খরুচে বোলিং করেন রিতু মনি, ৩ ওভারে ৩১ রান দেন তিনি।
এর আগে ব্যাটিং করা বাংলাদেশের মাত্র চারজন ব্যাটার দুই অঙ্কের রান করেন। ৩২ বলে ৫টি চারে ইনিংস সেরা ২৯ রান করেন সোবানা মোস্তারী। ৩৪ বলে একটি চারে ২৮ রান করেন নিগার। এ ছাড়া শামিমা ২০ ও লতা মন্ডল ১১ রান করেন। শ্রীলঙ্কার ওসাদি রানাসিংহে ৪ ওভারে ২৩ রানে ৩টি উইকেট নেন। চামারি ২টি ও ইনোকা রানাবীরা একটি উইকেট পান।