‘মানিকে মাগে হিতে’ খ্যাত শিল্পীর সঙ্গে সাকিবের কণ্ঠে মোহাম্মদ রফির গান
তামিম ইকবালকে উৎসর্গ করে জেমসের 'বাবা' গানটি গাইছেন মাশরাফি বিন মুর্তজা, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিমরা। পাশে দাঁড়ানো সাকিব আল হাসান অনেকটা চুপ। একটু পরই মাশরাফিকে চেনা কোনো গান গাওয়ার অনুরোধ করেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। মাশরাফি 'বাবা তোমার দরবারে সব পাগলের খেলা' গান ধরতেই সাকিবের সে কী নাচ! বাঁকা হয়ে ঝাকড়া চুল নাড়িয়ে গাইতে শুরু করেন তিনি। যদিও তাকে সচরাচর এভাবে নাচতে-গাইতে দেখা যায় না। দীর্ঘদিন পর সাকিবকে গাইতে দেখা গেল, সেটাও হিন্দি গান।
কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি খেলে সাকিব পাড়ি জমান শ্রীলঙ্কায়। দেশটির ঘরোয়া টি-টোয়েন্টি আসর লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) গল টাইটান্সের হয়ে খেলছেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। ব্যাট হাতে উজ্জ্বলতম পারফরম্যান্স না করতে পারলেও বল হাতে চেনা চেহারায় আছেন সাকিব।
সব মিলিয়ে লঙ্কায় সময়টা ভালোই কাটছে সাকিবের। এলপিএল মিশনে তার দেখা হলো শ্রীলঙ্কার জনপ্রিয় সঙ্গীত শিল্পী ইয়োহানি ডি সিলভার সঙ্গে। এলপিএলের আয়োজনের অংশ হিসেবে সাকিবের সাক্ষাৎকার নিয়েছেন ইয়োহানি, মাঝে সাকিবকে দিয়ে গাইয়েও নিয়েছেন 'মানিকে মাগে হিতে' গান দিয়ে বিশ্বব্যাপী পরিচিতি পাওয়া লঙ্কান জনপ্রিয় এই সঙ্গীতশিল্পী।
এলপিএলে নিয়মিত লাইভ অনুষ্ঠান করছেন ইয়োহানি। ম্যাচ চলাকালীন সাইডলাইনে বিভিন্ন ক্রিকেটারদের সঙ্গে কথা বলেন তিনি। এ ছাড়া মাঠের বাইরেও এলপিএল অভিজ্ঞতাসহ বিভিন্ন বিষয় নিয়ে ক্রিকেটারদের সঙ্গে লাইভ অনুষ্ঠান করছেন লঙ্কান এই শিল্পী। এক লাইভে সাকিবের সঙ্গে কথা বলেন ইয়োহানি। এলপিএল, শ্রীলঙ্কা নিয়ে সাকিবকে প্রশ্ন করেন তিনি। শেষে তার সঙ্গে সাকিবকে গাওয়ার চ্যালেঞ্জ জানান ইয়োহানি।
ইয়োহানি-সাকিবের কথপকথন ও গানের চ্যালেঞ্জের ভিডিও এলপিএলের ফেসবুক পেজে পোস্ট করা হয়েছে। দুটি পশ্নের পর ইয়োহানি বলেন, 'আজ যেহেতু আপনার সঙ্গে এখানে আছি, এলপিএল সিংগিং চ্যালেঞ্জ না নিয়ে আপনাকে যেতে দিচ্ছি না। আপনি কি প্রস্তুত?' সাকিব বলে ওঠেন, 'আমি প্রস্তুত নই, তবে চেষ্টা করব। জীবনে কখনও গান গাইনি।'
সাকিব এমন বলায় অবশ্য থেমে যাননি ইয়োহানি, গাইতে শুরু করেন তিনি। লঙ্কান শিল্পীর সঙ্গে মোহাম্মদ রফি ও সুমন কল্যাণপুরের গাওয়া বিখ্যাত 'আজ কাল তেরে মেরে প্যায়ার কে চার্চে হার জাবান পার' গানের প্রথম দুই লাইন গান সাকিব। গানের কথা মুখস্থ না থাকায় গাইতে সমস্যা হলেও হাল ছাড়েননি তিনি, কয়েকবারের চেষ্টায় দুই লাইন গাওয়া শেষ করে হাসিতে ফেটে পড়েন বাংলাদেশ অলরাউন্ডার।'
সাক্ষাৎকারের শুরুতে ইয়োহানি এলপিএল অভিজ্ঞতা নিয়ে জানতে চাইলে সাকিব বলেন, 'যতদূর মনে পড়ে, অনূর্ধ্ব-১৯ থেকে বেশ নিয়মিতই শ্রীলঙ্কা সফরে আসি। প্রতি দুই বছরে অন্তত একবার বাংলাদেশের সফর থাকে এখানে। এখানে তাই বেশ অনেকবারই এসেছি। তবে লঙ্কা প্রিমিয়ার লিগে আমার এবারই প্রথম। এই টুর্নামেন্টের অংশ হতে পেরে খুবই রোমাঞ্চিত আমি। সময় ভালো কাটছে। দল পয়েন্ট তালিকার শীর্ষ দুইয়ে আছে। আশা করি, এই ফর্ম আমরা ধরে রাখতে পারব।'
শ্রীলঙ্কার কোন ব্যাপারটি সবচেয়ে ভালো লাগে, এমন প্রশ্নের উত্তরে সাকিব বলেন, 'আতিথেয়তা… এখানকার মানুষ খুবই বন্ধুত্বপূর্ণ ও আন্তরিক। এর চেয়ে বেশি কিছু আর চাওয়ার থাকতে পারে না। অবশ্যই এই দেশ খুবই সুন্দর। তবে এর বাইরে, আতিথেয়তাও দারুণ।' এবারের এলপিএল ৩ ম্যাচে ৫ উইকেট নেওয়া সাকিব ব্যাট হাতে করেছেন ৫৯ রান।