নাসিরসহ আট ক্রিকেটারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আইসিসির
দুর্নীতি করার অভিযোগ উঠেছে বাংলাদেশের ক্রিকেটার নাসির হোসেনের বিরুদ্ধে। এই অলরাউন্ডারের বিরুদ্ধে দুবাই টি-টেন লিগে দুর্নীতি করার অভিযোগ এনেছে আইসিসি।
২০২১ সালের টি-টেন টুর্নামেন্টে দুর্নীতির চেষ্টা করা হয়েছিল। নাসিরসহ ৮ জনের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়, আমিরাত ক্রিকেট বোর্ডের (ইসিবি) পক্ষ থেকে এ অভিযোগ গঠন করেছে তারা। নাসিরের বিরুদ্ধে দুর্নীতিবিরোধী কোডের তিনটি ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।
নাসির ছাড়াও আরো সাতজন ক্রিকেটারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছে আইসিসি। তবে তাদের প্রত্যেকেই ভিন্ন ভিন্ন ধারা ভঙ্গ করেছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আইসিসি।
এদের মধ্যে নাসির আইসিসির ধারার ২.৪.৩, ২.৪.৪ এবং ২.৪.৬, এই তিনটি নিয়ম ভেঙেছেন বলে জানায় আইসিসি।