নিউজিল্যান্ডে শচিনের রেকর্ড ভাঙলেন সৌম্য
অনেকদিন পর জাতীয় দলে ফিরে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে চার বলে কোনো রান না করেই আউট হয়েছিলেন সৌম্য সরকার। সমালোচনার তীরে বিদ্ধ হয়েছেন গত দুইদিন। এবার সেই সৌম্যই দ্বিতীয় ওয়ানডেতে খেললেন এমনই এক ইনিংস, যাতে তিনি ভেঙেছেন খোদ শচিন টেন্ডুলকারের রেকর্ড।
কিউইদের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ১৫১ বলে ১৬৯ রানের ঝলমলে ইনিংস খেলেছেন সৌম্য। ১৪ বছর আগে শচিন টেন্ডুলকারের গড়া এক রেকর্ডও ভেঙেছেন তাতে।
এর আগে নিউজিল্যান্ডের মাটিতে কোনো এশিয়ান ব্যাটসম্যানের সর্বোচ্চ ইনিংস ছিল ১৬৩ রানের, ২০০৯ সালে ল্যাঙ্কাস্টার পার্কে যে ইনিংসটি খেলেছিলেন ভারতীয় ব্যাটিং মায়েস্ত্রো। ২২ চার ও দুই ছয়ে ১৬৯ রান করে সৌম্যই এখন সেই রেকর্ডের মালিক।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ওয়ানডে ইনিংস থেকে অবশ্য মাত্র সাত রান দূরে থেমেছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। লিটন দাসের ১৭৬ রানের ইনিংস টপকে যাওয়ার আগেই ইনিংসের শেষ ওভারে আউট হয়েছেন সৌম্য৷