যে কারণে রোনালদোদের কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন মরিনহো
হোসে মরিনহোর ভাগ্যটাই যেন এরকম, দায়িত্ব নেওয়া প্রতিটি ক্লাব থেকেই বরখাস্ত হয়েছেন তিনি। কখনোই চুক্তির পুরো মেয়াদ পূর্ণ করতে পারেননি এই পর্তুগিজ কোচ। সর্বশেষ বরখাস্ত হয়েছেন ইতালিয়ান ক্লাব রোমা থেকে।
ক্যারিয়ারে অনেক বড় বড় সব ক্লাবের দায়িত্ব সামলানো মরিনহোর কাছে সুযোগ এসেছিল পর্তুগাল জাতীয় দলের কোচ হওয়ার। কিন্তু স্বদেশের সেই ডাকে সাড়া দেননি ৬০ বছর বয়সী মরিনহো। রোনালদো-ব্রুনো ফার্নান্দেজদের আরেকবার কোচিং করানোর প্রস্তাবও মরিনহোর মন গলাতে পারেনি।
কিন্তু কেন? মরিনহো নিজেই দিয়েছেন এর উত্তর। পর্তুগালের কোচ হওয়ার প্রস্তাব যখন তার কাছে এসেছে তখন তিনি ইতালিয়ান ক্লাব রোমার দায়িত্বে। রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি, ইন্টার মিলান, টটেনহাম হটস্পার্সের মতো ক্লাবের কোচের দায়িত্ব পালন করা মরিনহো কিনা রোমাকে গুরুত্ব দিতে গিয়ে নিজ দেশ পর্তুগালকেও উপেক্ষা করেছেন!
এমনটাই বলেছেন দুইবার চ্যাম্পিয়ন্স লিগজয়ী এই কোচ, 'আমার সামনে পর্তুগালের প্রস্তাব ছিল। জাতীয় দলের ইতিহাসের সেরা স্কোয়াড থাকা সত্ত্বেও আমি সেই প্রস্তাব গ্রহণ করিনি। রোমা আমার কাছে এতটাই আপন ছিল।' শুধু তাই নয়, রোমার জন্য সৌদি আরবের ক্লাব থেকে বড় অঙ্কের প্রস্তাবও ফিরিয়ে দিয়েছেন মরিনহো।
অথচ সেই রোমাই বরখাস্ত করেছে মরিনহোকে। ক্লাবটিকে তাদের ইতিহাসের প্রথম ইউরোপিয়ান শিরোপা জিতিয়েছেন মরিনহোই, এই পর্তুগিজ কোচের অধীনে খেলার সময়ই আবারও রোমার মাঠ ভরে উঠেছে সমর্থকদের কোলাহলে। তাই এই ক্লাবটির সঙ্গে বিশেষ এক সম্পর্কই গড়ে উঠেছিল দ্য স্পেশাল ওয়ানের।
আর এ কারণেই অন্য যে কোনো বারের চেয়ে বেশি কষ্ট পেয়েছেন মরিনহো, 'রোমা থেকে বরখাস্ত হওয়া আমাকে এখনও পোড়ায়। আমি এত কষ্ট অন্য কোথাও পাইনি। এই ক্লাবের সঙ্গে আমার সম্পর্ক অন্য মাত্রায় চলে গিয়েছিল।'