সুইজারল্যান্ডকে টাইব্রেকারে হারিয়ে সেমি-ফাইনালে ইংল্যান্ড
আবারও অল্পের জন্য বেঁচে গেল ইংল্যান্ড। ইউরোতে নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারছে না গ্যারেথ সাউথগেটের দল। অনেকটা খুঁড়িয়ে খুঁড়িয়েই সেমি-ফাইনালে উঠল থ্রি লায়ন্সরা। আজ কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে হারাতে টাইব্রেকার পর্যন্ত যেতে হয়েছে ইংলিশদের।
টাইব্রেকারে ইংল্যান্ড জিতেছে ৫-৩ গোলের ব্যবধানে। সুইজারল্যান্ডের ম্যানুয়েল আকাঞ্জির শট ফিরিয়ে ইংল্যান্ডের নায়ক গোলরক্ষক জর্ডান পিকফোর্ড। নিজেদের পাঁচটি শটেই গোল করেছে ইংলিশরা। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলের সমতায় শেষ হয়।
নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলায় ইংল্যান্ডের ওপর ছড়ি ঘুরিয়েছে সুইসরাই। শক্তিতে এগিয়ে থাকলেও ইংল্যান্ডের খেলা দেখে তা বোঝার উপায় ছিল না। সুইজারল্যান্ড দাপট দেখালেও ম্যাচে গোল পেতে অপেক্ষা করতে হয়েছে ৭৫ মিনিট।
ভার্গাসের নিচু ক্রস ইংলিশ ডিফেন্ডার জন স্টোনসের পায়ে লেগে চলে আসে এমবোলোর সামনে। নিজের মার্কার কাইল ওয়াকারকে ছিটকে সুইস স্ট্রাইকার বল ঠেলে দেন জালে। কিন্তু ইংল্যান্ড বেশিক্ষণ পিছিয়ে থাকেনি। বক্সের বাইরে থেকে বুকায়ো সাকার দারুণ শট নিচু হয়ে ঢুকে যায় সুইজারল্যান্ডের গোলে।
যোগ করা সময়ের শেষদিকে দারুণ এক সুযোগ পায় সুইসরা। কিন্তু কাজে লাগাতে না পারায় ম্যাচ গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। সেখানে ইংলিশরাও গোল করার সুযোগ পেয়েছিল, ফিনিশিং দুর্বলতায় গোল পাওয়া হয়নি থ্রি লায়ন্সদের।
সেমি-ফাইনালে নেদারল্যান্ডস ও অস্ট্রিয়ার মধ্যকার জয়ী দলের মুখোমুখি হবে ইংল্যান্ড। এখন পর্যন্ত ইউরো জেতেনি তারা। গত ইউরোর ফাইনালে ঘরের মাঠে হারতে হয়েছিল ইতালির কাছে। আরেকটি ফাইনাল থেকে এক ধাপ দূরে গ্যারেথ সাউথগেটের দল।