হারের দায় নিজের কাঁধে নিলেন ব্রাজিল কোচ
আবারও টাইব্রেকার, আবারও বিভীষিকা ব্রাজিলের জন্য। ২০২২ বিশ্বকাপের মতো টাইব্রেকারেই ২০২৪ কোপা জেতার স্বপ্ন ভেঙে গেল সেলেসাওদের। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্র থাকার পর টাইব্রেকারে উরুগুয়ে জিতেছে ৪-২ গোলের ব্যবধানে।
পরপর দুটি টাইব্রেকার হেরে দুটি বড় টুর্নামেন্ট থেকে বিদায় নিল ব্রাজিল। শেষ ১৫ মিনিট ১০ জনের দল নিয়ে খেলেছে উরুগুয়ে। সেমি-ফাইনালে মার্সেলো বিয়েলসার দল মুখোমুখি হবে পানামাকে বিধ্বস্ত করা কলম্বিয়ার।
টাইব্রেকারে নিজেদের প্রথম শটই মিস করে ব্রাজিল। উরুগুয়ে গোলরক্ষক রোচেট বাম দিকে ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন এদার মিলিতাওয়ের শট। উরুগুয়ে নিজেদের প্রথম তিন শটেই গোল করে। এরপর ব্রাজিলের দগলাস লুইজের শট লাগে পোস্টে।
চতুর্থ শটে গোল করলেই জিতত উরুগুয়ে। কিন্তু হোসে মারিয়া হিমেনেজের শট ঠেকিয়ে দেন এলিসন। কিন্তু তাতেও আরেকটি সুযোগ পায় উরুগুয়ে। নিজেদের শেষ শটে গোল করে বিয়েলসার দলকে সেমি-ফাইনালে তুলে দেন ম্যানুয়েল উগার্তে।
কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের পর হারের দায় নিয়েছেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র, 'এই দলটা পুনর্গঠনের পর্যায়ে রয়েছে। আমি দলটাকে কোচিং করিয়েছি মাত্র ৮ ম্যাচ। একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের যেতে হবে। এ যাত্রায় অনেক বিপৎসংকুল পথ যে পাড়ি দিতে হবে, সে ব্যাপারে আমরা সতর্ক ছিলাম। তবে এখন আমরা নকআউট পর্ব থেকে ছিটকে গেছি। এমনটা আশা করিনি।'
প্রতিপক্ষ উরুগুয়ের প্রশংসাও ঝরেছে তার মুখে, 'আমি মনে করি, উরুগুয়ে জাতীয় দল একটা সাজানো-গোছানো পরিকল্পনায় খেলেছে। তারা দীর্ঘদিন ধরে কাজ করছে।'