সাগরিকার হ্যাটট্রিকে ভুটানকে গুঁড়িয়ে দিল বাংলাদেশ
এর আগে ভুটানের বিপক্ষে কখনও হারেনি বা ড্র করেনি বাংলাদেশ। সেই একই প্রতিপক্ষের বিপক্ষে আজ প্রথমার্ধে ১-০ ব্যবধানে পিছিয়ে ছিল বাংলাদেশ নারী ফুটবল দল। তবে শেষ পর্যন্ত বড় জয়ই পেয়েছেন সাবিনা খাতুনরা।
ভুটানের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে গেছে বাংলাদেশ। সেটির প্রথমটিতে আজ লাল-সবুজের দল জিতেছে ৫-১ গোলের বড় ব্যবধানে। দ্বিতীয়ার্ধে বদলি নামা সাগরিকার হ্যাটট্রিক এই জয় এনে দিয়েছে বাংলাদেশকে।
গত ফেব্রুয়ারিতে ঢাকায় সাফ অনূর্ধ্ব–১৯ চ্যাম্পিয়নশিপে সাগরিকা নিজের প্রতিভার প্রমাণ দেন। ভারতের সঙ্গে বাংলাদেশ যৌথভাবে শিরোপা জেতে, সাগরিকা তাতে রেখেছিলেন বড় অবদান।
টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন ঠাকুরগাঁওয়ের এই নারী ফুটবলার। সেই সাগরিকাই আজ বাংলাদেশের বড় জয়ের নায়ক। ম্যাচের ৪৯, ৭৬ ও ৯৩ মিনিটে গোলগুলো করেন এই স্ট্রাইকার।
বাকি দুটি গোল এসেছে সাবিনা ও ঋতুপর্ণার পা থেকে। ভুটানের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচ আগামী শনিবার।