প্রেমিকের দেওয়া আগুনে প্যারিস অলিম্পিকে অংশ নেওয়া অ্যাথলেটের মৃত্যু
কিছুদিন আগেই প্যারিস অলিম্পিকে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন রেবেকা চেপতেগেই। মাস খানেক পরই উগান্ডার ৩৩ বছর বয়সী এই ম্যারাথন দৌড়বিদের ঠিকানা হলো না ফেরার দেশে! অকালে ঝরে যাওয়া এই অ্যাথলেটের মৃত্যুর কারণও মর্মান্তিক। প্রেমিকের দেওয়া আগুনে শরীরের বেশিরভাগ অংশ পুড়ে যায়, কেনিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
তার মৃত্যুর খবরটি জানিয়েছে উগান্ডা অলিম্পিক কমিটি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স- এ সংস্থাটির সভাপতি ডোনাল্ড রুকারে লিখেছেন, 'আমাদের অলিম্পিক অ্যাথলেট রেবেকা চেপতেগেইয়ের দুঃখজনক মৃত্যুর খবর আমরা জানতে পেরেছি। তার প্রেমিক তাকে যেভাবে আক্রমণ করেছিলেন, সেটা জঘন্য ছিল। এট কাপুরুষোচিত এবং বিবেকহীন কাজ। এর জন্য আমরা এক বড় মাপের ক্রীড়াবিদকে হারালাম। রেবেকাকে কেউ ভুলবে না।'
নিজের বাড়িতেই প্রেমিকের ভয়ঙ্কর হামলার শিকার হন রেবেকা। সন্তানদের সামনেই রেবেকার গায়ে আগুন ধরিয়ে দেন তার প্রেমিক। পুলিশ সূত্রের খবর, রেবেকার দীর্ঘদিনের সঙ্গী তার গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। সন্তানরা বাঁচানোর চেষ্টা করলে রেবেকার প্রেমিক তাদের বাধা দেন।
হাসপাতাল সূত্র জানিয়েছে, রেবেকার শরীরের ৮০ শতাংশ পুড়ে গিয়েছিল। মোই টিচিং অ্যান্ড রেফারেল হাসপাতালের চিকিৎসক সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছেন, বুধবার রাতে রেবেকার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সাড়া দিচ্ছিল না। হাসপাতালে তাকে দেখাশোনা করা নার্স জানিয়েছেন, স্থানীয় সময় ভোর ৫টার দিকে মারা যান রেবেকা।
পুলিশ কৃর্তপক্ষের খবর অনুযায়ী, সন্তানদের নিয়ে গির্জায় গিয়েছিলেন রেবেকা। বিকালে ফেরার পরই বাড়িতে তার ওপর চড়াও হন তার প্রেমিক। এক পর্যায়ে পেট্রোল ঢেলে রেবেকার দুই সন্তান মাকে বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু প্রেমিকের বাধায় পারেননি তারা। তাদের চিৎকার প্রতিবেশীরা এসে পানি ঢেলে আগুন নেভানোর চেষ্টা করেন। এই ঘটনায় রেবেকার প্রেমিকও আহত হন, তার শরীরের ৩০ শতাংশ পুড়ে গেছে।
প্যারিস অলিম্পিকে ম্যারাথন ইভেন্টে উগান্ডার প্রতিনিধিত্ব করা রেবেকা পদক জিততে পারেননি, ৪৪ নম্বর হিসেবে দৌড় শেষ করেন তিনি। ২০১৬ সালে কুয়ানঝো হাফ ম্যারাথনে তৃতীয় হন রেবেকা। ২০১৭ সালে কাম্পালা উগান্ডা চ্যাম্পিয়নশিপের ৫ হাজার ও ১০ হাজার মিটারে যথাক্রমে তৃতীয় ও দ্বিতীয় হন তিনি। ২০২৩ সালে ফিরেঞ্জ ম্যারাথনে অর্জন করেন দ্বিতীয় স্থান।