সাবেক সভাপতি পাপনসহ বিসিবি পরিচালকের পদ হারালেন ১১ জন
রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে আত্মগোপনে আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বেশ কয়েকজন পরিচালক। এসব পরিচালক যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় আছেন, বিসিবির কার্যক্রমে তাদের কোনো অংশগ্রহণ নেই। এসব পদ শূন্য হয়ে যাবে নাকি, তাদের ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হবে; এ নিয়ে অনেক আলোচনা ছিল। অবশেষে তাদের ব্যাপারে সিদ্ধান্তে পৌঁছেছে বিসিবি।
বুধবার বোর্ড সভায় ১১ জন পরিচালকের পদ বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টানা তিনটি বোর্ড সভায় অনুপস্থিত থাকায় পরিচালক পদ হারিয়েছেন তারা। বিসিবি গঠনতন্ত্র অনুযায়ীই তাদের অপসারণ প্রক্রিয়া মানা হয়েছে। তবে বিসিবিতে মোট ১৫টি পরিচালকের পদ শূন্য হয়েছে। ১১ জন পদ হারিয়েছেন, তিনজন পদত্যাগ করেছেন এবং একজন মারা গেছেন।
আজকের বোর্ড সভায় সাবেক বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ছাড়াও ইসমাইল হায়দার মল্লিক, আ জ ম নাছির উদ্দিন, শেখ সোহেল, মঞ্জুর কাদের, ওবেদ নিজাম, তানভির আহমেদ টিটো, গাজী গোলাম মোর্তজা, নজীব আহমেদ, অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম ও শফিউল আলম চৌধুরী নাদেলের পরিচালক পদ বাতিল ঘোষণা করা হয়।
আগেই পদত্যাগ করেন সাবেক দুই অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয় ও খালেদ মাহমুদ সুজন। পদত্যাগ করেন প্রবীণ ক্রীড়া সংগঠক এনায়েত হোসেন সিরাজও। এই তিন জনের পদত্যাগপত্র আজ গ্রহণ করা হয়েছে। এ ছাড়া বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থার আলমগীর হোসেন আলো মারা যাওয়ায় এই পদটিও শূন্য হয়েছে। সব মিলিয়ে ১৫টি শূন্য পদে গঠনতন্ত্র অনুসারে প্রক্রিয়া মেনে নির্বাচন অনুষ্ঠিত হবে।
গত আগস্টে সরকার পরিবর্তনের পর পদত্যাগ করেন জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মনোনীত হিসেবে বিসিবি পরিচালক হওয়া জালাল ইউনুস। একই কোটায় পরিচালকের পদ পাওয়া আহমেদ সাজ্জাদুল আলম ববিকেও পদত্যাগ করার অনুরোধ করা হয়। পদত্যাগ না করায় তাকে অব্যাহতি দেয় এনএসসি।
এই দুটি কোটায় বিসিবি পরিচালক হন ফারুক আহমেদ ও নাজমুল আবেদীন ফাহিম। গত ২১ আগস্ট বিসিবির বিশেষ সভায় পরিচালনা পর্ষদের ভোটে সভাপতি নির্বাচিত হন ফারুক। বর্তমানে বিসিবির সক্রিয় পরিচালকদের মধ্যে আছেন সভাপতি ফারুক, নাজমুল আবেদীন, মাহবুব আনাম, ফাহিম সিনহা, মঞ্জুরুল আলম, আকরাম খান, সালাউদ্দিন চৌধুরী, কাজী এনাম আহমেদ ও ইফতেখার আহমেদ মিঠু।
সভায় আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিসিবির গঠনতন্ত্র সংশোধনের জন্য কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির আহ্বায়ক করা হয়েছে নাজমুল আবেদীনকে। বিসিবির বর্তমান গঠনতন্ত্র পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধনী আনার প্রস্তাব দেবে কমিটি। এ ছাড়াও দেশের তিনটি টেস্ট ভেন্যু মিরপুর, চট্টগ্রাম ও সিলেটে আধুনিক জিম তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রকাশ করা হয়েছে বিপিএলের নতুন সূচি। আগামী ৩০ ডিসেম্বর মাঠে গড়াবে বিপিএলের ১১তম আসর, শেষ হবে ৭ ফেব্রুয়ারি।
নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্ব ছাড়া, সাকিব আল হাসানের জাতীয় দলে ভবিষ্যৎ ও আফগানিস্তান সিরিজে খেলা এবং সহকারী কোচ নিয়োগের ব্যাপারেও সভায় আলোচনা হয়। তবে এসব ব্যাপারে এখনই কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। আজ রাতে চট্টগ্রামে শান্ত, প্রধান কোচ ফিল সিমন্স ও দলেরর অন্যান্যদের সঙ্গে আলোচনা করবেন বিসিবি সভাপতি। সহকারী কোচের ব্যাপারে না জানালেও জানা গেছে, আফগানিস্তান সিরিজ থেকে পদটিতে দায়িত্ব পালন করবেন স্থানীয় কোচ মোহাম্মদ সালাউদ্দিন।