মিরপুরে নারাইন তাণ্ডব, গড়লেন দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সের হয়ে ব্যাট হাতে বহুবার ঝড় তুলতে দেখা গেছে সুনীল নারাইনকে। অফ স্পিনার হলেও কলকাতায় তিনি হয়ে উঠেছিলেন ওপেনার। সেই নারাইনকে দলে পেয়েও ওপেনিংয়ে কাজে লাগায়নি কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ফাইনালে ওঠার লড়াই দ্বিতীয় কোয়ালিফায়ারে বুধবার নারাইনকে ওপেনিংয়ে পাঠিয়ে যেন শাপমোচন করলো দলটি।
প্রথমবারের মতো ওপেনিংয়ে সুযোগ পেয়েই ব্যাট হাতে তাণ্ডব চালালেন ওয়েস্ট ইন্ডিজের এই অলরাউন্ডার। বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বোলারদের গলির বোলারে পরিণত করে মাত্র ১৩ বলে হাফ সেঞ্চুরি করলেন নারাইন।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এটা রেকর্ড। নারাইনই এখন বিপিএলের দ্রুততম হাফ সেঞ্চুরির মালিক। ১৬ বলে হাফ সেঞ্চুরি করা বরিশাল বুলসের পাকিস্তানি ব্যাটসম্যান আহমেদ শেহজাদ এতদিন রেকর্ডটি দখলে রেখেছিলেন। ১০ বছর আগের সেই রেকর্ডটি নিজের করে নিলেন নারাইন।
কেবল বিপিএলেই নয়, স্বীকৃতি টি-টোয়েন্টির রেকর্ড বইয়ে উঠে গেছে নারাইনের ইনিংসটি। টি-টোয়েন্টিতে এটা দ্বিতীয় দ্রুততম হাফ সেঞ্চুরি। ১২ বলে হাফ সেঞ্চুরি করে যৌথভাবে দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ডটি দখলে রেখেছেন ভারতের যুবরাজ সিং, ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল ও আফগানিস্তানের হযরতউল্লাহ জাজাই। এরপরই নারাইন, তবে ১৩ বলে হাফ সেঞ্চুরি করে যৌথভাবে দুই নম্বরে আছেন মার্কাস ট্রেসকথিকও।
বিপিএলে রেকর্ড গড়ার পথে চট্টগ্রামের বোলারদের ওপর দিয়ে ঝড় বইয়ে দেন নারাইন। ১৪৯ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই খুনে ব্যাটিং করতে থাকেন তিনি। বাঁহাতি এই ব্যাটসম্যান শেষ পর্যন্ত ১৬ বলে ৫টি চার ও ৬টি ছক্কায় ৫৭ রানের ঝড়ো ইনিংস খেলেন আউট হন।