রাহি-বিজয়দের নিয়ে বিসিবি একাদশ
টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ খেলতে রোববার বাংলাদেশে আসছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। ঢাকা পৌঁছেই চট্টগ্রামে যাওয়ার কথা থাকলেও লঙ্কানরা যাচ্ছে না। একদিন বিরতি নিয়ে অনুশীলন শুরু করবে তারা। ১০ ও ১১ মে বিকেএসপিতে বিসিবি একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে শ্রীলঙ্কা। এই ম্যাচের জন্য বিসিবি একাদশের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
অনুমিতভাবেই ১৪ সদস্যের এই দলে জায়গা দেওয়া হয়েছে সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগে রানের ফোয়ারা বইয়ে কয়েকটি রেকর্ড গড়া এনামুল হক বিজয়কে। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের দলে ডাক না পেয়ে ক্ষোভ ঝেরে বিপাকে পড়া ডানহাতি পেসার আবু জায়েদ রাহিকেও নেওয়া হয়েছে দলে।
দলটির অধিনায়ক করা হয়েছে মোহাম্মদ মিঠুনকে। দলে আছেন টেস্ট স্কোয়াড থেকে বাদ পড়া বাঁহাতি ওপেনার সাদমান ইসলাম অনিক। প্রিমিয়ার লিগে ভালো করা মোসাদ্দেক হোসেন সৈকত, শাহাদাত হোসেন দিপু, জাকির হাসান, সাইফ হাসানরা আছেন দলে। এ ছাড়া সর্বশেষ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ব্যাটে-বলে আলো ছড়ানো রিপন মণ্ডলকে দলে নেওয়া হয়েছে।
চার বছর পর টেস্ট খেলতে বাংলাদেশে আসছে শ্রীলঙ্কা। বিকেএসপিতে প্রস্তুতি ম্যাচ শেষে চট্টগ্রামে যাবে লঙ্কানরা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১৫ মে শুরু হবে প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২৩ মে শুরু হবে।
বিসিবি একাদশ দল: মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সাদমান ইসলাম অনিক, এনামুল হক বিজয়, শাহাদাত হোসেন দিপু, জাকির হাসান, সাইফ হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, রিশাদ হোসেন, মোহাম্মদ এনামুল হক, মুশফিক হাসান, রিপন মণ্ডল, মুকিদুল ইসলাম মুগ্ধ, অমিত হাসান ও আবু জায়েদ রাহি।