রাশিয়ার সঙ্গে করা ক্ষেপণাস্ত্র চুক্তি থেকে বেরিয়ে গেল যুক্তরাষ্ট্র
রাশিয়ার সঙ্গে করা ইন্টারমিডিয়েট-রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস ( আইএনএফ) চুক্তি থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে গেল যুক্তরাষ্ট্র। খবর রয়টার্সের।
শুক্রবার (২ আগস্ট) চুক্তি থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে আসবে বলে ঘোষনা দেয় মার্কিন যুক্তরাষ্ট্র ।
এই চুক্তির অধীনে উভয় দেশ ৫০০ থেকে পাঁচ হাজার ৫০০ কিলোমিটার রেঞ্জের স্থল ভিত্তিক ক্ষেপণাস্ত্র সম্প্রসারণ সীমাবদ্ধ করতে সম্মত হয়েছিল।
শুক্রবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও স্নায়ুযুদ্ধকালীন চুক্তিটি থেকে দেশটির বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে বলেন, এর জন্য রাশিয়া এককভাবে দায়ী।
তিনি বলেন, রাশিয়া এই চুক্তি লঙ্ঘন করে নির্মিত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংসের মাধ্যমে চুক্তিটির শর্তগুলো পালনের মনোভাব নিয়ে ফিরে আসতে ব্যর্থ হয়েছে।
যদিও অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া।
চলতি বছরের শুরুতে গত ফেব্রুয়ারি মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন চুক্তি থেকে বেরিয়ে আসার ঘোষণা দেয়। যুক্তরাষ্ট্র জানায়, ২ আগস্ট আইএনএফ চুক্তি থেকে বেরিয়ে যাবে দেশটি।
ন্যাটো এক বিবৃতিতে জানায়, রাশিয়া আইএনএফ চুক্তি লঙ্ঘন করছে এবং তারা এটি থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার সিদ্ধান্তকে পুরোপুরি সমর্থন করছে।
বিবৃতিটিতে আরও উল্লেখ করা হয়, রাশিয়া চুক্তিটির শর্তগুলো পালনের মাধ্যমে ফিরে আসার জন্য গত ছয়মাস সময় পেয়েছে কিন্তু ব্যর্থ হয়েছে।
প্রসঙ্গত, তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান ও সোভিয়েত নেতা মিখাইল গর্ভাচেভ ১৯৮৭ সালে স্নায়ুযুদ্ধ নিরসনে চুক্তিটি করেন।