উনোর কারণে ‘কনসার্ট ফর বাংলাদেশ’-এ আসেননি লেনন, কনসার্ট নিয়ে পরে উষ্মাও প্রকাশ করেছেন
রবি শঙ্করের সঙ্গে মিলে বাংলাদেশের শরণার্থীদের জন্য ১৯৭১ সালে কনসার্ট ফর বাংলাদেশের আয়োজন করেন জর্জ হ্যারিসন। জন লেননকে কনসার্টে পারফর্মের জন্য আমন্ত্রণ জানানো হলেও শেষ মুহূর্তে আসেননি তিনি। এমনকি কনসার্ট আয়োজন নিয়ে পরবর্তীতে উষ্মাও প্রকাশ করেছেন।
হ্যারিসন তাঁর বিটলসের সাবেক সতীর্থদের কনসার্টে পারফর্ম করার জন্য আমন্ত্রণ জানালেও লেনন ও পল ম্যাককার্টনি যোগ দেননি। শুধু রিঙ্গো স্টার এসেছিলেন। কনসার্টের বিষয়ে লেনন পরবর্তীতে কথা বলার সময় জানান পুরো শো আয়োজনই বাজে ছিল। এমনকি দাতব্য কাজ করতে হলে গোপনে করবেন বলেও মন্তব্য করেন তিনি।
কনসার্ট আয়োজনে হ্যারিসনকে উৎসাহ দিয়েছিলেন লেনন
বাংলাদেশের জন্য কনসার্ট আয়োজনের পরিকল্পনার কথা বলতে গিয়ে হ্যারিসন এক সাক্ষাৎকারে লেননকে অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেন।
১৯৯৭ সালে মার্কিন টেলিভিশন বিএইচওয়ানে জন ফুজেলস্যাংকে দেওয়া এক সাক্ষাৎকারে জর্জ জানান, কনসার্ট ফর বাংলাদেশ আয়োজনের জন্য লেননই তাকে সাহস যুগিয়েছেন।
'আমার মনে হয় বিটলসের অংশ হয়ে আমার একটাই উন্নতি হয়েছে, আর তা হলো আরও বোল্ড হয়ে ওঠা,' বলেন হ্যারিসন। 'আর লেনন আসলে এই বিষয়ে আমাকে অনেক সাহায্য করেছে। আপনি জানেন না হয়তো লেননের কিছু মনে ধরলে, ও সেটা করেই ছাড়ত। ওর বন্ধু হয়ে আমি এই বিষয়টাই অনেকখানি আয়ত্ত করেছি। ওর আত্মবিশ্বাসটা ছিল এরকম- 'ঠিক আছে, আমরা এটা করে ফেলব। উঠে পড়'।
এমনকি কনসার্ট রেকর্ড করার আইডিয়াও লেননই দিয়েছিলেন। সেই রেকর্ডিং থেকেও পরবর্তীতে প্রচুর টাকা উত্তোলন হয়।
পুরো কনসার্ট ছিল এক 'ধোঁকা'
কনসার্ট ফর বাংলাদেশের জন্য হ্যারিসনকে উৎসাহ যুগালেও তিনি নিজে এই আয়োজনের প্রশংসা করেননি। বরং বলেছিলেন আমি আমি গোপনে দাতব্য কাজ করতে ভালোবাসি।
'আমি কিছু করলে গোপনে করব,' ১৯৮০ সালে প্লেবয় ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন লেনন। 'স্টেজে উঠে বিশ্বকে বাঁচাতে হবে সেই চিন্তায় নিজেকে আবদ্ধ রাখতে চাই না। শো সবসময় জগাখিচুড়ি এক বিষয়, আর সেখানে শিল্পীর নাম খারাপ হয়।'
সাক্ষাৎকারদাতা তখন প্রশ্ন রাখেন কনসার্ট ফর বাংলাদেশের বিষয়েও লেনন একই কথা মনে করেন কিনা। লেনন বলেছিলেন কনসার্ট ফর বাংলাদেশও আবর্জনা ছিল।
তিনি আরও বলেন, পুরো কনসার্টই ছিল একটা ধোঁকা। সেখানে সংগীতশিল্পীদেরও কোনো টাকা দেওয়া হয়নি।
'শুধু মিউজিশিয়ানরা বাদে সবাই টাকা পেয়েছিল,' বলেন তিনি। দ্য বিটল ডায়েরি (ভলিউম ২): আফটার দ্য ব্রেকাপ বইয়ে তিনি বলেন, 'পুরোটাই ছিল ধোঁকা, কিন্তু আয়োজক শিল্পীরা মহান বনে গিয়েছিলেন।'
উনোর জন্য পারফর্ম করেননি লেনন
জন লেনন কনসার্ট ফর বাংলাদেশে পারফর্ম করতে চাইলেও শেষ পর্যন্ত আর হাজির হননি। শোনা যায়, লেনন চেয়েছিলেন স্ত্রী ইয়োকো ওনোও তার সঙ্গে পারফর্ম করুক। কিন্তু হ্যারিসন রাজি না হওয়ায় শেষ পর্যন্ত তা নিয়ে কথা কাটাকাটিও হয়। তারপরও লেননের অংশ নেওয়ার কথা থাকলেও কনসার্টের দু'দিন আগে স্ত্রীকে নিয়ে নিউইয়র্ক ছেড়ে যান লেনন।
হ্যারিসন ও রবি শঙ্কর ছাড়াও কনসার্ট ফর বাংলাদেশে রিঙ্গো স্টার, বব ডিলান, এরিক ক্ল্যাপটন, বিলি প্রিস্টন এবং লিয়ন রাসেলের মতো খ্যাতনামা শিল্পীরা পারফর্ম করেছিলেন।
- সূত্র: চিটশিট