অতিরিক্ত দামে ওষুধ বিক্রি, চট্টগ্রামের ৩ ফার্মেসি মালিক আটক
করোনাভাইরাসের ফলে সৃষ্ট সংকটকে পুঁজি করে অতিরিক্ত দামে ওষুধ বিক্রির দায়ে চট্টগ্রামে তিন ফার্মেসি মালিককে আটক করেছে র্যাব।
বৃহস্পতিবার নগরের হালিশহর, ইপিজেড ও বন্দর এলাকায় অভিযান চালিয়ে তাদের তিনজনকে আটক করা হয়। তবে আটকের বিষয়টি শুক্রবার গণমাধ্যমে প্রকাশ করে র্যাব।
আটক তিন ফার্মেসি মালিক হলেন- বন্দর এলাকার মেসার্স আর সি ড্রাগ হাউজের মালিক মো. শাহজাহান (৬৩), হালিশহরের মেসার্স গাউছিয়া ফার্মেসির মালিক আকতার হোসেন (৪৯) এবং ইপিজেডের মেসার্স মাসুদা মেডিসিন শপের মালিক রবিউল আলম (৩৩)।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) মাহমুদুল হাসান মামুন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, করোনাভাইরাসে সৃষ্ট সংকটকে পুঁজি করে একদল অসাধু ব্যবসায়ী অতিরিক্ত দামে নিত্যপ্রয়োজনীয় ওষুধ বিক্রি করছে এমন অভিযোগ পেয়ে র্যাবের একটি দল বৃহস্পতিবার নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এ সময় অতিরিক্ত দামে ওষুধ বিক্রির প্রমাণ মেলায় তিন ফার্মেসি মালিককে আটক করা হয়।
তিনি বলেন, ''প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ফার্মেসি মালিকরা অতিরিক্ত দামে ওষুধ বিক্রির বিষয়টি স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।''