আকিবের জ্ঞান ফিরেছে, শঙ্কা কাটেনি
চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত হয়ে হাসপাতালের লাইফ সাপোর্টে থাকা শিক্ষার্থী মো. মাহাদি আকিবের (২০) জ্ঞান ফিরেছে; তবে এখনো শঙ্কা কাটেনি।
সোমবার (১ নভেম্বর) সকালে আকিবের বাবা গোলাম ফারুক মজুমদার দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এ কথা জানান।
তিনি বলেন, "সকালে চিকিৎসকেরা এসেছিলেন। তারা জানিয়েছেন, আকিবের জ্ঞান ফিরেছে। তার অবস্থা কিছুটা উন্নতির দিকে। মাথায় বড় ইনজুরি থাকায় এখনই এর বেশি কিছু বলা যাচ্ছে না। তবে তারা আকিবের সুস্থতা নিয়ে আশাবাদী।"
আরও পড়ুন: 'হাড় নেই, চাপ দেবেন না': আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আকিব
এর আগে চমেক হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের প্রধান এস এম নোমান খালেদ চৌধুরী টিবিএসকে বলেছিলেন, "ভারী আঘাতে মাহাদির মাথার হাড় ভেঙে গেছে। মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে ব্রেইনও ড্যামেজ হয়েছে। এই অবস্থায় অপারেশন করে মাথার হাড়ের একটা অংশ খুলে আপাতত তার পেটের চামড়ার নিচে রাখা হয়েছে। কিছুটা উন্নতি হলে সেটা আবার আগের জায়গায় প্রতিস্থাপন করা হবে।"
মাহাদি আকিব চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) এমবিবিএস দ্বিতীয় বর্ষের ছাত্র। তার বাড়ি কুমিল্লার বুড়িচং থানায়।
আরও পড়ুন: ঢাবিতে চান্স পেয়েও ভর্তি হননি আকিব, স্বপ্ন ছিল বড় ডাক্তার হবার
উল্লেখ্য, গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রধান ছাত্রাবাসে ছাত্রলীগের দুইপক্ষের মধ্যে মারামারি হয়। এতে মাহফুজুল হক (২৩) ও নাইমুল ইসলাম (২০) আহত হন। এর জের ধরে শনিবার বেলা ১১টার দিকে আবারও দুইপক্ষ সংঘর্ষে জড়ায়। এতে গুরুতর আহত হন মাহাদি আকিব।
সংঘর্ষের পর অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে চমেক। কলেজ বন্ধ ঘোষণার পাশাপাশি শিক্ষার্থীদের আবাসিক হলও ছাড়তে হয়েছে শনিবার সন্ধ্যায়। ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে।