এমপি রতনকে জিজ্ঞাসাবাদ দুদকের
সরকারি অর্থ আত্মসাৎ করে শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য (এমপি) মোয়াজ্জেম হোসেন রতনকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সরকারদলীয় এমপিকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানিয়েছে সংস্থাটির জনসংযোগ দপ্তর।
এর আগে জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে গত ১০ ফেব্রুয়ারি এমপি রতনকে তলব করেছিল দুদক।
এ নিয়ে সংস্থাটির পরিচালক সৈয়দ ইকবাল হোসেন স্বাক্ষরিত একটি চিঠি পাঠানো হয়েছিল রতনের কাছে।
এতে বলা হয়, ঠিকাদার গোলাম কিবরিয়া (জি কে) শামীমসহ বিভিন্ন ব্যক্তির সঙ্গে অবৈধ প্রক্রিয়ায় ঘুষ দেওয়া-নেওয়া করেছেন রতন। তিনি বিভিন্ন অনিয়মের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ, ক্যাসিনো ব্যবসা ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ডের মাধ্যমে শত শত কোটি টাকা আয় করেছেন।