কারেন্ট জাল দিয়ে ইলিশ শিকার, মানিকগঞ্জে ১১ জেলের জরিমানা
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার যমুনা নদীতে কারেন্ট জাল দিয়ে ইলিশ মাছ শিকারের চেষ্টার দায়ে ১১ জেলেকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক।
বুধবার বিকেলে দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুয়েল আহমেদ ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে ওই জরিমানা করেন।
এসময় তিনি বলেন, সরকারি নির্দেশনা অমান্য করে দৌলতপুর উপজেলার যমুনা নদীর বিভিন্ন অংশে কারেন্ট জাল দিয়ে মাছ ধরার চেষ্টাকালে ১১ জেলেকে আটক করা হয়। পরে আটক ব্যক্তিদের প্রত্যেককে দুইশো করে মোট দুই হাজার দুইশো টাকা জরিমানা করা হয়। আগামী ৪ নভেম্বর পর্যন্ত মা ইলিশ শিকার বন্ধে এই অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।