গাইবান্ধা লকডাউনের সিদ্ধান্ত
মহামারি করোনাভাইরাসের ছড়িয়ে পড়া ঠেকাতে লকডাউন করে দেওয়া হচ্ছে উত্তরের জেলা গাইবান্ধা।
স্থানীয় প্রশাসনের নেওয়া এ সিদ্ধান্ত শুক্রবার বিকাল ৫ টা থেকে কার্যকর হবে বলে জানিয়েছেন গাইবান্ধার জেলা প্রশাসক মো. আব্দুল মতিন।
তিনি জানান, এখনো জেলা ঝুঁকিপূর্ণ নয় তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
জেলা প্রশাসক মো. আব্দুল মতিন বলেন, "করোনো ভাইরাস যাতে ছড়িয়ে পড়তে না পারে সে জন্য পাহারা চৌকি বসিয়ে বিভিন্ন এলাকা থেকে আসা মানুষের চলাচল নিয়ন্ত্রণ করা হবে।"
অন্যদিকে গাইবান্ধার ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু রায়হান দোলন জানান, মুন্সিগঞ্জ এবং নারায়ণগঞ্জ থেকে যে ৯৫ জন শ্রমিক এসেছেন তাদের সবাইকেই প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
অন্যদিকে গোবিন্দগঞ্জ উপজেলায় শুক্রবার সকালে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে রিমা খাতুন (১১) নামে এক শিশুর মুত্যু হয়েছে।
সে গোবিন্দগঞ্জ উপজেলার রাখাল বুজরুজ দক্ষিণ মিয়াপাড়া গ্রামের এনামুল হকের কন্যা। গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি বিশেষ মেডিক্যাল টিম নিহত ওই শিশুর শরীর থেকে নমুনা সংগ্রহ করেছে।