ছাত্রলীগের সংঘর্ষ : আহত আকিবের অবস্থার উন্নতি
চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত হয়ে আইসিইউতে ভর্তি থাকা শিক্ষার্থী মো. মাহাদী আকিব (২০) এর অবস্থা আগের চাইতে ভালো বলে জানিয়েছেন চিকিৎসকরা। আজ বুধবার (৩ নভেম্বর) দুপুর থেকে আকিবকে তরল খাবার দেওয়া হচ্ছে।
বুধবার সন্ধ্যায় দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এসব বিষয়ে জানিয়েছেন চমেক হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. এস এম নোমান খালেদ চৌধুরী।
তিনি বলেন, "মাহাদীর অবস্থা ধীরে ধীরে উন্নতির দিকে। তাকে আজ তরল খাবার দেওয়া হয়েছিলো, সেটা সে খেয়েছে। এ সময় সে চিকিৎসকের সঙ্গে উঠে দাঁড়িয়ে হ্যান্ডশেক করেও কথা বলেছে।"
"ভারী আঘাতে মাহাদির মাথার হাড় ভেঙে গেছে। মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে ব্রেইনও ডেমেজ হয়েছে। আরও কিছুদিন অপেক্ষা করার পর, পরবর্তী চিকিৎসার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে,"- বলেন ডা. নোমান খালেদ চৌধুরী।
মাহাদী আকিব চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) ৬২ তম ব্যাচের এমবিবিএস দ্বিতীয় বর্ষের ছাত্র। তার বাড়ি কুমিল্লার বুড়িচং থানায়।
এর আগে গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রধান ছাত্রাবাসে ছাত্রলীগের দুইপক্ষের মধ্যে মারামারি হয়। এতে মাহফুজুল হক (২৩) ও নাইমুল ইসলাম (২০) আহত হন। এর জের ধরে শনিবার বেলা ১১টার দিকে আবারও দুইপক্ষ সংঘর্ষে জড়ায়। এতে গুরুতর আহত হন মাহাদী আকিব।
সংঘর্ষের পর অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজে।