ডিবি পুলিশ সেজে প্রতারণা, ২ তরুণ কারাগারে
অঘোষিত লকডাউনের সুযোগকে কাজ লাগিয়ে তিন লাখ টাকাসহ এক তরুণকে অপহরণের সময় দুই প্রতারককে আটক করেছে পুলিশ।
রোববার রাত ৯টার দিকে কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় এ ঘটনা ঘটে।
আটককৃতদের সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তারা হলেন, উপজেলার বালাকান্দি গ্রামের আবদুর রাজ্জাক ব্যাপারীর ছেলে রিপন সরকার (৩৮) ও একই গ্রামের ইসমাইল হোসেনের ছেলে আতাউর রহমান (২৫)। এ ছাড়া তাদের সঙ্গে থাকা একই গ্রামের হামিদ মণ্ডলের ছেলে মেহেদি হাসান (২৮) পালিয়ে যাওয়ায় তাকে আটক করতে পারেনি পুলিশ।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, রোববার রাত নয়টার দিকে ওই তিন তরুণ নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের ডাংরারহাট বাজারে প্রবেশ করে। এ সময় তারা নিরীহ ব্যবসায়ীদের দোকান বন্ধ করতে আতঙ্ক সৃষ্টি করে। তখন দোকানীরা তাদের প্রতিষ্ঠান বন্ধ করে বাজার ছেড়ে চলে যায়। বাজার ফাঁকা হলে তারা ওষুধ ও মোবাইল ব্যাংকিংয়ের ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের দোকানে ঢোকে। এ সময় প্রতিষ্ঠানের মালিকের ভাতিজা ফিরোজ আলম দোকানে ছিলেন। তখন তারা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে দোকানে বসে থাকা ফিরোজের বিরুদ্ধে থানায় অভিযোগ আছে বলে সঙ্গে থাকা টাকা নিয়ে তাকে তাদের সঙ্গে যেতে বলে। কিন্তু ফিরোজ যেতে রাজি না হওয়ায় তিনজন মিলে তাকে জোর করে মোটরসাইকেলে উঠিয়ে নেয়।
বিদ্যানন্দ ইউনিয়নের ৭ নং ওয়ার্ড মেম্বার লাভলু মিয়া জানান, তাদেরকে সন্দেহ হলে ওষুধের দোকানি জাহাঙ্গীর আলম রাজারহাট থানার ওসিকে ফোন করে বিষয়টি জানালে তিনি ওই তরুণকে ধরতে বলেন। পরে ফিরোজের চিৎকার শুনে এলাকার কিছু তরুণ ধাওয়া দিয়ে স্থানীয় বাছড়া বাজার এলাকায় তাদেরকে আটক করে। এ সময় তাদের সঙ্গে থাকা মেহেদী নামের এক তরুণ দৌড়ে পালিয়ে যায়। পরে পুলিশ গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে।
রাজারহাট থানার ওসি কৃষ্ণ কুমার সরকার জানান, ঘটনাস্থল থেকে একটি ১০০ সিসি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত তিনজনের নামে থানায় মামলা হয়েছে। সোমবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।