পরীমনি এবং হেলেনা জাহাঙ্গীরের মামলার তদন্ত শেষ পর্যায়ে: সিআইডি
পরীমনি এবং হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
"পরীমনি, হেলেনা জাহাঙ্গীরসহ বিভিন্ন জনের নামে থাকা ১৫টি মামলার তদন্ত করছে সিআইডি। তদন্তে আসামি ও স্বাক্ষীদের জিজ্ঞাসাবাদ শেষ পর্যায়ে রয়েছে," সিআইডি প্রধান মাহবুবুর রহমান আজ নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।
মাহবুবুর রহমান আরও জানান, ফরেনসিক রিপোর্ট হাতে পেলে আগামী এক থেকে দেড় মাসের মধ্যে পুলিশ প্রতিবেদন জমা দেবে।
গত ৪ আগস্ট র্যাব রাজধানীর বনানী এলাকার বাসায় অভিযান চালিয়ে চিত্রনায়িকা পরীমনিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকালে তার বাসা থেকে বিদেশি মদ এবং এলএসডির মতো মারাত্মক মাদক জব্দ করার দাবি করে র্যাব।
বর্তমানে অভিনেত্রীর বিরুদ্ধে দায়ের করা বিভিন্ন মামলার তদন্ত করছে সিআইডি।
একাধিকবার জামিনের আবেদন ব্যর্থ হওয়ায় এ চিত্রনায়িকা বর্তমানে কাশিমপুর কারাগারে অবস্থান করছেন।
অন্যদিকে আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপ-কমিটি থেকে বহিষ্কৃত হেলেনা জাহাঙ্গীরের বাসায় অভিযান চালিয়ে গত ২৯ জুলাই বিপুল পরিমাণ বিদেশি মদ, ক্যাসিনো খেলার সরঞ্জাম, বিদেশি মুদ্রা, হরিণের চামড়া প্রভৃতি জব্দ করে র্যাব।
পরে, ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে মিথ্যা তথ্য ও প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগে তাকে গ্রেপ্তার দেখানো হয়।