মগবাজার বিস্ফোরণের ঘটনায় পুলিশের মামলা দায়ের
রাজধানীর মগবাজারে বিস্ফোরণের ঘটনায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে অজ্ঞাতনামাদের আসামি করে আজ একটি মামলা দায়ের করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ জুন) পুলিশের সান-ইন্সপেক্টর বাদী হয়ে রমনা থানায় এ মামলা করে।
মামলার এজাহারে বলা হয়েছে, ভবনটির মালিকের অব্যবস্থাপনা- পুরনো বিদ্যুৎ পরিবাহী তার, ত্রুটিপূর্ণ গ্যাস সংযোগ, ভবটির ভাড়া দেওয়া দোকান শর্মা হাউজ ও বেঙ্গল মিটে অনুনমোদিত গ্যাস ও বৈদ্যুতিক উপকরণ ব্যবহার বা ঢাকা উত্তর সিটি করপোরেশনের অপরিকল্পিত ড্রেন নির্মাণ- এসব কারণে বিস্ফোরণের ঘটনা ঘটে থাকতে পারে।
পুলিশের তদন্ত কমিটির সদস্যরা আজ সকালে বিস্ফোরণের ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
প্রাথমিকভাবে বদ্ধ জায়গায় গ্যাস ও বাতাসের মিশ্রণকে দুর্ঘটনার জন্য দায়ী করছেন।
"বদ্ধ জায়গায় বাতাসের সঙ্গে গ্যাসের মিশ্রণে বিস্ফোরক মিশ্রণ তৈরির কারণে বিস্ফোরণের ঘটনা ঘটে থাকতে পয়ারে," তদন্ত কমিটির একজন সদস্য বলেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে।
এর আগে, এ ঘটনা তদন্ত ও ক্ষয়ক্ষতি নিরূপণে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করে পুলিশ।
তদন্ত কমিটির প্রধান ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) অতিরিক্ত কমিশনার এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় তা
রোববারের ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় একজন শিশুসিহ অন্তত আটজন মানুষ মারা গেছেন, আহত হয়েছেন শতাধিক।
মগবাজার ওয়্যারলেস গেট এলাকার আড়ংয়ের শোরুমের কাছের একটি তিনতলা ভবনের নিচতলায় গতকাল সন্ধ্যা ৭:৩০টায় এ দুর্ঘটনার ঘটনা ঘটে।
এদিকে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এ ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে সাত কার্য দিবসের মধ্যে তদন্তের প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।