রাশিয়া থেকে তিন লাখ টন গম আমদানি করবে বাংলাদেশ
বাংলাদেশ রাশিয়া থেকে তিন লাখ টন গম আমদানি করবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
আজ বৃহস্পতিবার (১১ আগস্ট) খাদ্য মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার মান্টিটস্কির সাথে এক বৈঠকের পর তিনি একথা জানান।
বৈঠকে বাংলাদেশের প্রয়োজন অনুসারে, গম রপ্তানির আগ্রহ প্রকাশ করেন রুশ রাষ্ট্রদূত।
এরপর আমদানির ঘোষণা একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় খাদ্য মন্ত্রণালয়।
বৈঠকে রাশিয়ার রাষ্ট্রদূত, দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। এ সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে রাশিয়া ভূমিকা রাখতে আগ্রহী বলেও উল্লেখ করেন আলেক্সান্ডার মান্টিটস্কি।
সাধন চন্দ্র মজুমদার বলেন, বাংলাদেশের সঙ্গে রাশিয়ার সম্পর্ক ভালো। এ সম্পর্ক বাণিজ্য-বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে ক্রমান্বয়ে সম্প্রসারিত হচ্ছে। খাদ্যমন্ত্রী রাশিয়াকে গম রপ্তানিতে আগ্রহ দেখানোর জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকেই পেমেন্টে জটিলতার কারণে রাশিয়া থেকে গম আমদানি করতে পারেনি বাংলাদেশ।
যুদ্ধের আগে প্রতি বছর দেশের চাহিদার প্রায় ২০ শতাংশ গম আমদানি হতো রাশিয়া থেকে। খাদ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, দেশে বার্ষিক গমের চাহিদা ৫৮ লাখ টন।