চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় হোটেল মালিক গ্রেপ্তার
রাজধানীর চকবাজারের দেবীদ্বারঘাট এলাকায় পলিথিন কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সংশ্লিষ্টদের ধারণা, ভবনের নিচতলায় 'বরিশাল হোটেল' নামে যে রেস্টুরেন্ট ছিল, সেখান থেকেই বেলা বারোটার দিকে আগুনের সূত্রপাত। গ্রেপ্তারকৃত ব্যক্তি এই হোটেলেরই মালিক বলে জানা গেছে।
বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়, হোটেলটির মালিক ফখরুল ইসলামকে সকালে রাজধানীর মালিবাগে তার বাসা থেকে দণ্ডবিধির ৩০৪-এ এবং ৩৪ ধারায় আটক করা হয়।
এ ঘটনার জন্য দায়ী অন্যদের গ্রেপ্তারেও অভিযান চলছে বলে পুলিশ জানায়।
ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট তিন ঘণ্টার প্রচেষ্টায় চকবাজারের ভবনটিতে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
গতকালের অগ্নিকাণ্ডে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে; নিহতদের সবাই ছিলেন বরিশাল হোটেলের কর্মচারী।
নিহত ছয়জনের পরিবারকে দুই লাখ টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে সরকার। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান আজ এ ঘোষণা দেন।