দেশের বিভিন্ন স্থানে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস
দেশের বিভিন্ন স্থানে অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর (বিএমডি)। আজ বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে এ পূর্বাভাস কার্যকর হতে পারে।
বৃহস্পতিবার জারি করা আবহাওয়া অফিসের বুলেটিনে বলা হয়, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায়, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের দক্ষিণাঞ্চলে কোথাও কোথাও মাঝারি ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।"
রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও খুলনা বিভাগ এবং গোপালগঞ্জ ও মানিকগঞ্জ জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বৃষ্টির প্রভাবে কিছু জায়গায় তা প্রশমিত হতে পারে।
সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
বুধবার (১৭ আগস্ট) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় সৈয়দপুরে এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৬ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে কুতুবদিয়ায়।
আজ সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত ডিমলায় ৩৫ মিলিমিটার (মিমি) রেকর্ড করা হয়েছে।
রাজধানীতে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ২৯ মিনিটে সূর্য অস্ত এবং আগামীকাল শুক্রবার (১৯ আগস্ট) ভোর ৫টা ৩৫ মিনিটে সূর্য উদয় হবে।