আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কাজে বাংলাদেশ লাভবান হচ্ছে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কাজের ফল বাংলাদেশের মানুষ এখন ভোগ করছে।
তিনি বলেন, "মানুষ অনেক কিছু বলতে পারে। কিন্তু আমরা তাদের জন্য যে কাজ করছি তার সুফল পুরো জাতি পাচ্ছে। তৃণমূলের জনগণ আমাদের উন্নয়ন কর্মসূচির কেন্দ্রবিন্দুতে রয়েছে।"
সোমবার (৭ নভেবর) প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ২৫টি জেলার নবনির্মিত ১০০টি সেতু যান চলাচলের জন্য উদ্বোধনকালে এ কথা বলেন।
তিনি বলেন, তার সরকার দেশের মানুষের জন্য উল্লেখযোগ্য আর্থ-সামাজিক উন্নয়ন করতে সক্ষম হয়েছে। বাংলাদেশের মাথাপিছু আয় বেড়ে দাঁড়িয়েছে ২৮২৪ মার্কিন ডলারে।
১০০টি সেতুর উদ্বোধনকে 'ঐতিহাসিক মুহূর্ত' হিসেবে বর্ণনা করে শেখ হাসিনা বলেন, এই অবকাঠামো সংশ্লিষ্ট এলাকায় অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করবে।
এছাড়া কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং পণ্য বিপণন ও পরিবহন ব্যবস্থার উন্নতি ঘটবে।