রাজশাহীতে জামায়াতের ঝটিকা মিছিল থেকে ইট নিক্ষেপ, দুই পুলিশ সদস্য আহত
জামায়াতের আমির ডা. শফিকুর রহমানকে গ্রেফতারের প্রতিবাদে রাজশাহীতে ঝটিকা মিছিল করেছে দলটির নেতাকর্মীরা। এসময় জামায়াত-শিবিরের নিক্ষেপ করা ইটপাটকেলের আঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
আহতরা হলেন পুলিশের সাব ইন্সপেক্টর আবু হায়দার (৩৫) ও কন্সটেবল আহাদ আলী (৩৬)।
মঙ্গলবার দুপুর দুইটার দিকে নগরীর নিউমার্কেট এলাকা থেকে ঝটিকা মিছিলটি বের করে জামায়াত-শিবির। পরে পুলিশ বাধা দিতে গেলে উপশহর এলাকায় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। ইটের আঘাতে দুই পুলিশ সদস্য আহত হন। এসময় স্থানীয় আওয়ামীলীগ নেতা-কর্মীরা লাঠিসোটা নিয়ে তাদের ধাওয়া করে। পরে তারা ইটপাটকেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়।
নগরীর বোয়ালিয়া থানার ওসি মাজহারুল ইসলাম জানান, জামায়াতের নেতাকর্মীরা হঠাৎ করে একটি মিছিল বের করেন। খবর পেয়ে দ্রুত সেখানে পুলিশ পাঠানো হয়। পুলিশ তাদের বাধা দিতে গেলে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে দুইজন পুলিশ ইটের আঘাতে আহত হয়েছেন। এসময় পুলিশ ও স্থানীয় জনতা তাদের ধাওয়া করলে তারা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।
মঙ্গলবার সকালে ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, জামায়াতের আমির ডা. শফিকুর রহমানকে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট গ্রেফতার করেছে। এখবরে হঠাৎ করেই বিক্ষোভ মিছিল বের করে জামাত নেতা-কর্মীরা।