দেশে প্রথম সফলভাবে আলাদা হলো মেরুদণ্ড জোড়া লাগানো দুই শিশু
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) মেরুদণ্ড জোড়া লাগানো শিশু নুহা ও নাবার প্রথম ধাপের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে মঙ্গলবার (৩১ জানুয়ারি)।
অস্ত্রোপচারের পর ৯ মাস ১২ দিন বয়সি শিশু দুটি ভালো আছে বলে বিএসএমএমইউয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ নিশ্চিত করেছেন।
পরিবহন শ্রমিক আলমগীর রানার স্ত্রী নাসরিন গত বছরের মার্চে মেরুদণ্ড জোড়া লাগানো কন্যাসন্তান নুহা ও নাবার জন্ম দেন।
জন্মের অল্প কয়েকদিন পর, গত বচরে এপ্রিলে বিএসএমইউতে নুহা ও নাবাকে ভর্তি করা হয়।
এরপর এই জোড়া লাগানো জমজ শিশুর চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করলে তিনি নুহা ও নাবার চিকিৎসা ব্যয় বহনের দায়িত্ব নেন।
বিএসএমএমইয়ের সার্জারি অনুষদের ডিন ও নিউরোসার্জারি বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন প্রথম আলমগীরের সহায়তায় এগিয়ে আসেন।
বিএসএমএমইউতে ২৯ জানুয়ারি রোববার নুহা ও নাবার প্রথম ধাপের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়। অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন এ অস্ত্রোপচারের নেতৃত্ব দেন।