১৭৫ কোটি টাকা খেলাপির অভিযোগে চট্টগ্রামের ৩ ব্যবসায়ীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
জামানতবিহীন ঋণ নিয়ে ১৭৫ কোটি টাকা খেলাপির অভিযোগে চট্টগ্রামের তিন শিপ ব্রেকিং ব্যবসায়ীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
২০২২ সালে ১ ডিসেম্বর ন্যাশনাল ব্যাংক খাতুনগঞ্জ শাখার দায়ের করা মামলায় রোববার (৫ মার্চ) অর্থঋণ আদালত চট্টগ্রামের বিচারক মো. মুজাহিদুর রহমান এ আদেশ দেন।
ব্যবসায়ী তিনজন হলেন- চট্টগ্রামের সীতাকুণ্ডের গ্রান্ড ট্রেডিং এন্টারপ্রাইজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোয়াজ্জেম হোসেন ও তার স্ত্রী পরিচালক সাদিকা আফরিন এবং মেঘনা ব্যাংক লিমিটেডের সাবেক পরিচালক আশিকুর রহমান লস্কর।
অর্থ ঋণ আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম জানান, "২০১৮ সালে ন্যাশনাল ব্যাংক খাতুনগঞ্জ শাখা থেকে এই তিন ব্যবসায়ী শিপ ব্রেকিং ব্যবসার জন্য ঋণ নেন। কিন্তু নির্দিষ্ট সময়ে তারা ব্যাংকের ঋণ পরিশোধ করেননি।"
দীর্ঘদিনেও ঋণ ফেরত না পাওয়ায় গত ১ ডিসেম্বর এই তিন ব্যবসায়ীর বিরুদ্ধে অর্থঋণ মামলা দায়ের করে ব্যাংকটির সংশ্লিষ্ট শাখা।
তারা দেশত্যাগ করতে পারেন, এজন্য আদালত তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন। এছাড়া, পুলিশের বিশেষ শাখার পুলিশ সুপারকে (অভিবাসন) প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও আদালত নির্দেশ দিয়েছেন বলে উল্লেখ করেন বেঞ্চ সহকারী রেজাউল করিম।